Wednesday, December 11, 2019

রানিং ক্যাপাসিটর এবং সৃটার্টিং ক্যাপাসিটর বুঝার উপায়

রানিং ক্যাপাসিটর আর স্টার্টিং ক্যাপাসিটর দেখতে প্রায় একই রকমের হয়ে থাকে! তবে স্টার্টিং ক্যাপাসিটরের ভ্যলূ বা মান লেখার ধরন আর রানিং ক্যাপাসিটরের ভ্যলূ বা মান লেখার ধরন দেখে কোনটা কোন্ প্রকারের ক্যাপাসিটর তা ভ্যলূ লেখার ধরন দেখে সহজেই বুঝা যায়।

উদাহরণ হিসেবে যেমন:-
রানিং ক্যাপাসিটরের ভ্যলূ লেখা থাকে 8 µF, 10 µF বা 16 µF এভাবে। আর স্টার্টিং ক্যাপাসিটর ভ্যলূ লেখা থাকে 40-70 µF বা 80-120 µF এরকম ভাবে। তবে সব সময় স্টার্টিং ক্যাপাসিটরের ভ্যলূ এরকম ভাবেও লেখা থাকেনা! সে ক্ষেত্রে ক্যাপাসিটরটি একটি 100-200 ওয়াটের লাইট বাল্বের সাথে সিরিজ সার্কিটে কানেকশন করে 220V সাপ্লাই দিয়ে নিশ্চিত ভাবেই বুঝা যাবে যে, ক্যাপাসিটরটি স্টার্টিং না রানিং ?

যদি ক্যাপাসিটরটি রানিং ক্যাপাসিটর হয়, তাহলে সিরিজে লাইট বাল্বটি কম আলো বা ডীম লাইটের মতো আলো করে জ্বলবে! এবং একই সাথে কাপাসিটরটি চার্জ হবে! তারপর কাপাসিটরের টার্মিনাল দুটি স্ক্রু ড্রাইভার দিয়ে শর্ট সার্কিট করলে বিকট্ শব্দকরে কাপাসিটরটি ডিসচার্জ হবে।
আর যদি ক্যাপাসিটরটি স্টার্টিং ক্যাপাসিটর হয়, তাহলে সিরিজ লাইট বাল্বটি বেশি আলো বা পূর্ণ আলো করে জ্বলবে! এবং ক্যাপাসিটরটি চার্জ হবেনা সে ক্ষেত্রে বুঝতে হবে এটি স্টার্টিং ক্যাপাসিটর।

ক্যাপাসিটরের একক ইউনিট হলো Farad এবং (F) দ্বারা ক্যাপাসিটরের ইউনিট প্রকাশ করা হয়।
যেমন:-
1 F = 1000mF (mili Farad)
1mF=1000µF (micro Farad)
1 µF= 1000nF(nano Farad)
1 nF =1000pF(pico Farad)

অনেকে এই “µ” চিহ্ন টাকে ইউ “u” ভেবে ভুল করে! আসলে এটা হলো একটি গ্রিক লেটার বা চিহ্ন এবং এই চিহ্নটির উচ্চারন বা নাম হলো “মিউ”। সাধারনত Farad ভ্যলূর Capacitor আমাদের তেমন খুব একটা দরকার পড়েনা! আমাদের সাধারনত যে সব ভ্যলূর ক্যাপাসিটর প্রয়োজন হয় তা সাধারনত µF ভ্যলূর ক্যাপাসিটর দিয়েই কাজ চলে যায়।

µF= “মাইক্রো ফ্যারাড”এইটা হলো সিম্বলিক বা প্রতিকী অর্থে আর MFD= হলো মাইক্রো ফ্যারাডের শর্টফর্ম।এই দুটো ফর্মের অর্থই একই। মুলত দুটো দিয়েই “মাইক্রো ফ্যারাড” বুঝায়। আশাকরি সবার কাছে এখন বিষয়টি পরিস্কার হয়েছে।

No comments:

Post a Comment