Monday, March 9, 2020

ক্যাবল সাইজ নির্নয় Cable Size

ক্যাবল সাইজ নির্নয় করার ক্ষেত্রে ৩ টি বিষয় বিবেচনা করতে হবে।
১.  লোড কারেন্ট
২. পরিপাশি^ক তাপমাত্রা
৩. ক্যাবলের ভোল্টেজ ড্রপ
লোড কারেন্ট 
ধরি, একটি বাসার সর্বমোট লোড পাওয়ার = ৫৬০০ ওয়াট
ভবিষ্যতের লোড না জানা থাকলে ২০% অতিরিক্ত লোড ধরতে হবে।
তাহলে মোট লোড পাওয়ার =৫৬০০+(৫৬০০ x ২০/১০০)
                     =৫৬০০+১১২০
                     = ৬৭২০ ওয়াট
লোড কারেন্ট = লোড পাওয়ার /ভোল্টেজ x পাওয়ার ফ্যক্টর (সিঙ্গেল ফেজের ক্ষেত্রে)
                  = ৬৭২০ / ২২০ x ০.৯  (ভোল্টেজ=২২০ ও পাওয়ার ফ্যক্টর=০.৯ ধরে )
               = ৩৩.৯৪ এম্পিয়ার।
নোট: লোড কারেন্ট = লোড পাওয়ার. / √3x ভোল্টেজ x পাওয়ার ফ্যক্টর (৩ ফেজের ক্ষেত্রে)

চার্ট থেকে পাইলাম ৬ আর এম ক্যাবলের রেটিং কারেন্ট = ৩৪ এম্পিয়ার
এটা আমরা আপাতত নিবার্চন করলাম।

পরিপাশি^ক তাপমাত্রা নির্ণন
ধরি , তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড
কারেকশান ফ্যাক্টর = ০.৮০ (চার্ট থেকে পাইলাম)
৩৪ এম্পিয়ার এর সাথে কারেকশান ফ্যাক্টর গুন করলে = ৩৪ x ০.৮০ = ২৭.২ এম্পিয়ার। কিন্ত আমাদের লোড কারেন্ট ৩৩.৯৪ এম্পিয়ার । 
সুতরাং এই ৬ আর এম ক্যাবল লোড নিতে পারবে না ।এর উপরের রেটিং ক্যবল নিবার্চন করতে হবে।
১০ আর এম ক্যাবলের রেটিং এম্পিয়ার = ৪৬ এম্পিয়ার
৪৬ এম্পিয়ার এর সাথে কারেকশান ফ্যাক্টর গুন করলে = ৪৬ x ০.৮০ = ৩৬.৮ এম্পিয়ার। আর আমাদের লোড কারেন্ট ৩৩.৯৪ এম্পিয়ার।
সুতরাং এখন পর্যন্ত উক্ত লোডের জন্য ১০ আর এম ক্যাবল নিবার্চন করতে হবে।

ভেল্টেজ ড্রপ নির্ণন
ভেল্টেজ ড্রপ ক্যাবলের দৈর্ঘের উপর নির্ভর করে।
ধরি, ক্যবলের দৈঘ্য= ৩২ মিটার
আমাদের লোড কারেন্ট ৩৩.৯৪ এম্পিয়ার এবং এর জন্য আমরা ১০ ক্যাবল ব্যবহার করছি । 
আমরা চার্ট থেকে পাইলাম ১০ আর এম ক্যাবল সিঙ্গেল ফেজের জন্য ভেল্টেজ ড্রপ ৪.২ mv/A/M (এখানে mv = মিলি ভোল্ট )
তাহলে ভেল্টেজ ড্রপ হবে = ৩৩.৯৪ x ০.০০৪২ x ৩২ ( ৪.২ মিলি ভোল্ট = ০.০০৪২ ভোল্ট)
                            = ৪.৫৬ ভোল্ট

ভোল্টেজ ড্রপ সাপ্লাই ভেল্টেজের ২.৫% এর মধ্য থাকলে গ্রহনযেগ্য।
আমাদের সাপ্লাই ভেল্টেজ = ২২০ ভোল্ট। ২২০ ভোল্টের ২.৫% = ৫.৫ ভোল্ট

আমাদের ক্যাবলের ভেল্টেজ ড্রপ পাইছি = ৪.৫৬ ভোল্ট যাহা ৫.৫ ভোল্ট এর নিচে ।
সুতরাং উক্ত লোডের জন্য আমরা ১০ আর এম ক্যাবল ব্যবহার করতে পারব।

No comments:

Post a Comment