Tuesday, March 10, 2020

ট্রান্সফরমার কনজারভটের

ট্রান্সফরমার  কনজারভটের কি ?
ট্রান্সফরমারের তেল গরম হলে এর আয়তন বেড়ে যায় এবং ঠান্ডা হলে আয়তন কমে যায় । বাড়া কমার সুবিধের জন্য ট্যাংকের উপর একটি ড্রাম বসানোপ থাকে , একে কনজারভেটর বলে। 
ট্রান্সফরমার কনজারভটের কি কাজ করে?
তেলের আয়তন বাড়লে তেল পাইপের মাধ্যমে কনজারভেটরে চলে যায়। আবার আয়তন কমে গেলে কনজারভেটর হতে তেল ট্যাংকে নেমে আসে।

No comments:

Post a Comment