রমিজ তাদের বাড়ির ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর সেইফটির কথা চিন্তা করে সেগুলোতে ফিউজ কানেকশন দিল । কিটকাট ফিউজ কানেকশন দিতে গিয়ে তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । প্রশ্নটি উল্লেখ করা যাক ।
ধরুন , আপনার কাছে ভিন্ন রেটিং এর দুটো ফিউজ আছে । একটি রেটিং 10A এবং অপরটির রেটিং 13A । এক্ষেত্রে কোন ফিউজের রোধ বেশি হবে ?
ফিউজ কি ?
ফিউজ হচ্ছে একটি ইলেক্ট্রিক , ইলেক্ট্রনিক অথবা মেকানিক্যাল ডিভাইস যা অতিরিক্ত কারেন্ট বা অভারলোড থেকে সার্কিটকে রক্ষা করে । এটি একটি প্রটেক্টর হিসেবেও কাজ করে এবং হোম এপ্লায়েন্স যেমন ফ্রিজ , টেলিভিশন , কম্পিউটারকে হাই ভোল্টেজ হতে রক্ষা করে । ফিউজ এর মেটাল এমনভাবে তৈরি বা ডিজাইন করা হয় যা খুবই অল্প পরিমান কারেন্ট বহন করতে পারে । যখন শর্ট সার্কিট বা অভারলোড হয় তখন উচ্চ প্রবাহের কারেন্ট তাপ তাপ উৎপন্ন করে ফিউজ এর মেটাল বা ইলিমেন্টকে গলিয়ে ফেলে এবং একটি গ্যাপ তৈরি করে । এই গ্যপ ফিউজের কারেন্ট এর ফ্লোকে বিচ্ছিন্ন করে । মুলত এভাবেই ফিউজ কাজ করে । যদি ফিউজ একবার পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এটি সার্কিটে পুনরায় কারেন্ট প্রবাহের জন্য পরিবর্তনের প্রয়োজন হয় ।
ফিউজের বৈশিষ্ট্যঃ একটি ফিউজে সাধারনত নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকেঃ
কারেন্ট রেটিংঃ কন্টিনিউয়াস প্রবাহিত সর্বাধিক পরিমান কারেন্ট ফিউজকে না গলিয়ে ধরে রাখে তাকেই কারেন্ট রেটিং হিসেবে ধরা হয় । এটা হচ্ছে কারেন্টের প্রবাহের ক্ষমতা যাকে এম্পিয়ার দিয়ে পরিমাপ করা হয় । কারেন্ট রেটিং একটি তাপীয় বা থার্মাল বৈশিষ্ট্য ।
Current ( Cin ) = 75 % Current rating
ভোল্টেজ রেটিংঃ যদি ভোল্টেজ ফিউজের সাথে সিরিজে সংযুক্ত হয় তবে এটি ভোল্টেজ রেটিং বাড়াতে পারে না ।
12t রেটিং : এটা হচ্ছে সর্বমোট এনার্জি যা ফিউজ এলিমেন্ট দিয়ে প্রবাহিত হয় যখন শর্ট সার্কিট হয় । এটা ফিউজের তাপশক্তি পরিমাপ করে এবং উৎপাদন করে যখন ফিউজ ব্রেক করে । ভাঙ্গার ক্ষমতা বা বাধাঃ এটা হচ্ছে কারেন্টের বাধাবিঘ্ন ছাড়াই সর্বোচ্চ প্রবাহিত হওয়ার রেটিং যেটাকে ইন্টেরাপটিং বা বাধা অথবা ব্রেকিং কাপাসিটি বা ভাংগার ক্ষমতা হিসেবে পরিচিত ।
Breaking capacity maximum rated voltage এবং Breaking capacity < short ckt current
ভোল্টেজ ড্রপঃ ফিজের ইলিমেন্ট গলে যায় যখন অতিরিক্ত কারেন্ট সার্কিটে ঢুকে যায় এবং সার্কিটকে খুলে দেয় । একারনেই ভোল্টেজ ড্রপ হয় এবং রেজিস্ট্যান্সের পরিবর্তন কমে যায় ।
টেম্পেরেচারঃ অপারেটিং টেম্পেরেচার বেশি হলে এবং কারেন্ট রেটিং কম হলে ফিউজ গলে যায় ।
10A এবং 13A ফিউজ তারের মধ্যে কোনটির রোধ বেশি হবে ?
ধরুন , আপনার কাছে দুই রকম পাইপ আছে । একটি পাইপ মোটা , আরেকটি পাইপ সরু । মোটা পাইপটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেকটা পুরু । আর সরু পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেকটা সংকীর্ণ । এবার পাইপকে যদি পরিবাহী হিসেবে চিন্তা করেন তাহলে ব্যাপারটি সহজে বুঝতে পারবেন । মোটা পাইপের মধ্যে দিয়ে পাইপ সহজেই চলাচল করতে পারে । আর সরু পাইপের মধ্যে দিয়ে পানি অত সহজে চলাচল করতে পারবেনা । তাই পরিবাহীর গ্রন্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি , তার রোধ তত কম । পক্ষান্তরে পরিবাহীর গ্রন্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম , রোধ তত বেশি । এবার মূল প্রশ্নে আসা যাক । এখন আমি কিভাবে বুঝব যে , কোন ফিউজটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি ? 10A এবং 13A ফিউজ তারের মধ্যে 13A ফিউজ তারের ক্ষেত্রফল বেশি । কারণ এই ফিউজ তারের কারেন্ট রেটিং বেশি । তাই আমরা অতি সহজেই বলতে পারি যে , 13A ফিউজ তারের ক্ষেত্রফল বেশি হবার দরুণ তার রোধ অপেক্ষাকৃত রোধ কম । যেমনটা মোটা পাইপের ক্ষেত্র হয়েছিল ।
No comments:
Post a Comment