Basic interview tips -
"First impression is the last impression"
Dress:
> ফরমাল শার্ট এবং প্যান্ট হতে হবে। শার্ট ও প্যান্ট আয়রন করা হতে হবে অবশ্যই। দামি শার্ট পড়তে হবে এমন কোন কথা নেই। আপনাকে দেখতে সুন্দর মানানসই শার্ট পড়লেই হবে। জিন্স পড়বেন তো জব হারাবেন।
> shoe অবশ্যই Polish থাকতে হবে। রাস্তায় যেতে যেতে shoe এর ১২ টা বেজে যায়। তাই interview room এ প্রবেশ এর আগে tissue দিয়ে জুতো clean করে নিবেন।
> shoe & belt একই কালার এর হতে হবে
> গরমে blazer পড়ার দরকার নেই। টাই সাথে করে নিয়ে যেতে পারেন। interview তে প্রবেশ এর আগে চট করে পড়ে ফেলতে পারেন।
Basic interview tips -part 2
** যখন আপনার সিরিয়াল কল করা হবে তখন ঝটপট চুল ঠিক আছে কিনা, চেহারায় ঘাম আছে কিনা চেক করে নিন।
** interview room এ যেয়ে দরজায় knock করে ভিতরে প্রবেশের পারমিশন নিতে হবে
যেমন - May I come in, sir
** পারমিশন পেলে ভিতরে প্রবেশ করে সালাম দিতে পারেন অথবা Good morning /afternoon দিয়ে শুরু করতে পারেন।
** যদি আপনাকে আগে সালাম অথবা greetings করে তাহলে আপনি তার reply দিয়ে তাদের thank you দিবেন
** আপনাকে কেমন আছেন জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিয়ে তারা কেমন আছে জিজ্ঞাসা করবেন
Remember -
##যদি বাংলায় প্রশ্ন করা হয় তবে বাংলায় জবাব দিবেন
এবং English এ ask করলে English এ Reply করবেন
@@ যদি panel interview হয়, সবার সাথে আপনার eye contact হচ্ছে তা নিশ্চিত করতে হবে আপনাকে
★★ টেবিলের উপরে হাত রাখবেন না। হাত আপনার পায়ের উপর রাখবেন। সাভাবিক ভাবে বসবেন। Robot এর মতো যেন না লাগে।
No comments:
Post a Comment