Monday, November 12, 2018

interview -8

১। আই.সির অপর নাম
=থাইরিষটর।

২। পাওয়ার ট্রানসফরমার একটি
= স্টেপ ডাউন ট্রানসফরমার

৩। ট্রানসমিশন লাইন একটি
= এ্যাকটিভ নেটওয়ার্ক।

৪। একটি থ্রি ফেজ সার্কিটে স্টার সংযোগ সথলে কারেনটের তাৎক্ষণিক মান
=শূন্য।

৫।একটি ডিসট্রিবিউটর ট্রানসফরমারের কানেকশন
=সটার/ডেল্টা।

৬। একটি ওয়াট মিটার
=এ্যাকটিভ পাওয়ার।

৭। ওজোন গ্যাসের সৃষ্টি হয়
=করোনার জন্য।

৮। সি.টি এর সেকেন্ডারী
=প্রায় শর্ট সার্কিট  থাকে।

৯। পি.টি এর সেকেন্ডারী
=প্রায় ওপেন সার্কিট থাকে।

১০। থার্মিসটারের তাপমাত্রা সহগ
=নেগেটিভ।

Tuesday, November 6, 2018

ফেইজ, নিউট্রাল, আর্থিং

#ফেইজ, নিউট্রাল, আর্থিং এই তিন মহাশয়কে EEE world এ চিনেননা এমন কোন মহাশয় আমার মতে নেই। যতই চিনিনা কেন তবুও কেন জানি তারা অচেনাই থেকে যায়।

এবার মূল কথায় আসি সংজ্ঞাগত দিক থেকে হয়ত আমরা ভালভাবেই তাদের জানি। কিন্তু কিছু প্রশ্ন মাঝে মাঝে মাথায় চেপে বসে যেমন ------
১) নিউট্রাল ভোল্টেজ কি আদৌ শূন্য? শূন্য হলে কারেন্ট ঐ পথ দিয়ে ফিরে যায় কিভাবে? আর কোথায় ফিরে যায়?
২) আর্থিং & নিউট্রাল কি এক জিনিস? তারা কিভাবে থাকে?
৩) আর্থিং এর সাথে Surge Arrester এর তফাৎ কোথায়?
আসুন আজকে আমরা এসব প্রশ্নের সমাধান খুজি।

(১) নং :
-----------
নিউট্রাল পয়েন্ট এর ভোল্টেজ শূন্য একথাটা বললে ভুল হবে। সেখানে কিছু পরিমাণ ভোল্টেজ থাকে। যেটা নগণ্য। পারিপার্শ্বিক এর সাপেক্ষে শূণ্য ধরে নেয়া হয়। কারন কি?
আচ্ছা আপনাকে যদি কোন একটি সার্কিটে একটা পয়েন্ট এর ভোল্টেজ হিসেব করতে দেয়া হয় আপনি কি করবেন? নিশ্চয় একটি Actual point & অন্য একটা রেফারেন্স Point এর মাঝে ভোল্টমিটার ধরবেন???? কারন, Voltage exists between two points. Reference point টির ভোল্টেজ যদি শূন্য হয় তাইলে ত Actual voltage Calculation এ আমাদের সুবিধা হয়।
ব্যাপারটা আরো ক্লিয়ার করি। ধরুন, আমরা বলি সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা ৫০০ ফুট। এখানে সমুদ্রের উচ্চতা কে শূন্য হিসাব করা হয়। অথচ তার কিন্তু একটা উচ্চতা থেকেই যায়। তাই নিউট্রাল এর নগন্য ভোল্টেজকে শূন্য ধরা হয় যেন ফেইজ - নিউট্রাল actual voltage calculation করা যায়। তাই Theoretically শূণ্য ধরলেও বাস্তবে শূণ্য নয়। ভোল্টেজের চাপই যদি না থাকে কারেন্ট ফিরবে কিভাবে?
আর এই কারেন্ট তার সোর্স এই পুনরায় ফিরে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যায় & বৃষ্টি হয়ে পুনরায় সমুদ্রেই ফিরে আসে।

২ নং :
--------
অনেকের মনেই একটা প্রশ্ন যে, নিউট্রাল টাই কি আর্থিং? প্রশ্নটা মনে আসাটা অস্বাভাবিক কিছু না। কারন, দুই পথ দিয়েই কারেন্ট পালিয়ে যায়। তাই ঘটকা লাগতেই পারে। দুটোই কারেন্ট এর বের হওয়ার পথ হলেও তাদের মধ্যে অবশ্যই ফারাক আছে। নিউট্রাল হল সেই পয়েন্ট যেটা দিয়ে কারেন্ট Exit করে। আর নিউট্রাল ছাড়া সার্কিট কমপ্লিট হবেনা। আর এ পথ দিয়ে সর্বদাই কারেন্ট return back করে।
আর আর্থিং হচ্ছে আমার প্রটেকশন। যদি সার্কিটে কোন সার্জ কারেন্ট থাকে তখন সেটা আর্থিং এর মাধ্যমে ভূমিতে চলে যায়। এ ক্ষেত্রে আর্থিং ওয়ার শর্ট সার্কিট এর ন্যায় আচরণ করে। তাই নিউট্রাল হল মূল কারেন্টের & আর্থিং হল অযাচিত কারেন্টের বের হওয়ার পথ। মাঝেমধ্যে নিউট্রাল & আর্থিং বডি একসাথে থাকতেও পারে নাও থাকতে পারে। বিশেষ করে সাবস্টেশান গুলার নিউট্রাল পয়েন্ট আর্থ করা থাকে যাতে সিস্টেমে ওভারফ্লো না হয়। আর আমরা যে 2pin প্লাগ ব্যবহার করি যেখানে নিউট্রাল & আর্থিং এর জন্য সেইম Wire use করা হয় আর 3 pin plug গুলাতে নিউট্রাল & আর্থিং ওয়ার আলাদা থাকে।

৩ নং :
---------
আর্থিং আর সার্জ এরেস্টার এর পার্থক্য নেই বললেই চলে। এটা এক ধরনের Grounded Surge Arrester.
আবার কিছু টাইপ এর সার্জ এরেস্টার থাকে যাদের ভুমিতে connection থাকেনা। তাই সকল আর্থিং সার্জ এরেস্টার কিন্তু সকল সার্জ এরেস্টার আর্থিং নয়।
ক্রেডিটঃ ইকবাল মাহমুদ

Friday, November 2, 2018

যেই Short term গুলোর পূর্ণরুপ না জানিলে নিজেকে প্রকৌশলী দাবি করা যাবেনা সেগুলো নিচে দেয়া হল ---

১) MC --- Magnetic Contactor

২) NO --- Normally Open

৩) NC ----- Normally Close

৪) AVR ----- Automatic Voltage Regulator

৫) VFD ------ Variable Frequency Drive

৬) MCB ----- Miniature Circuit Breaker

৭) MCCB ------ Molded Case Circuit Breaker

৮) HT ---- High Tension

৯) LT ----- Low Tension

১০) ATS ----- Automatic Transfer Switch

১১) DB ----- Distribution Board

১২) SDB ------- Sub Distribution Board

১৩) VCB ----- Vaccum Circuit Breaker

১৪) ACB ----- Air Circuit Breaker

১৫) BBT ---- Bus Bar Trunking System

১৬) MPCB ------ Motor Protection Circuit Breaker

১৭) DOF ----- Drop Out Fuse

১৮) PFI ----- Power Factor Improvement

১৯) HRC Fuse ---- High Rupturing Capacity

২০) L1, L2, L3 ------ Supply Coil in three phase system

২১) R, S, T ------ Input terminal of supply coil

২২) U, V, W ----- Output terminal of Supply Coil

২৩) LBS ---- Load Break Switch

২৪) ELCB ----- Earth leakage Circuit Breaker

২৫) RCCB ----- Residual Current Circuit Breaker

২৬) OCB ---- Oil Circuit Breaker

২৭) PLC ---- Programmable Logic Controller

২৮) DCS ---- Distributed Control System

২৯) SCADA ---- Supervisory Control & Data Acquisition system

৩০) HMI ----- Human Machine Interface

৩১) OLR ------ Overload Relay

Basic Compliance Requirement with reference :

1. Fire Hydrant . [ ACCORD  Standard ,Part 5 ]
2. Addressable fire alarm [ACCORD  Standard,  5.7.2.2 ]
3. PA will be covered to all areas. [NFPA 72 -Clause 24.4.3.2.5.2 ]
4. Minimum width of aisles: Aisles shall be provided with a minimum unobstructed clear--‐width of 0.9 m (36 inc.)   [ ACCORD  Standard  6.5.1 ]
5. Exit Door width will be 1.15 meter(45 Inc. ),Height 2 meter (78 inc.) [BLR -2015 (54-2) ]
6. Dining facility must be provided for 15 % existing worker in the facility.  [ BLR -2015 (92) ]
7. Exit will not be more distance than 50 meter from any workers. [ BLR -2015 (54-2) ]
8. Toilet facility : Male -   First 100 : 1 toilet for  40 [Next 1 for 60 workers ] Female - First 100 : 1 toilet for  25  [Next 1 for 50 workers ] BLR -2015 Schedule -2 .
9. All doors in a means of egress shall be of the side--‐hinged swinging type. Roll--‐down and sliding gates and shutters shall not be allowed.  [ ACCORD  Standard  6.8.1 ]
10.  Assembly area should be designated [ BNBC Part 4 , Sec. 4.8.11.1 ]
11.  A factory having more than 3000 to 7500 workers two registered doctor , Asst. , Nurse is required . More than 7500 workers 3 registered doctor , Asst. , Nurse is required . [  BLR – 78 ]
12.  Automatic sprinkler protection shall be installed throughout all portions of new and existing high--‐rise buildings with an occupiable floor greater than 23 m (75 ft) above .  [ ACCORD  Standard  5.3.3.]
13.   Extinguishers shall be placed so  that maximum travel distance to the nearest unit shall not exceed 30 m (100 ft). [ ACCORD  Standard 5.6.1 ]
14. Factory Owner shall ensure that at least one trained professional individual is assigned to each factory facility to manage and monitor the operational loadings of the building. [ACCORD  Standard  13.7.1.1 ]

Collected

সাধারন নলেজ -

১। হারমোনিক কারেন্ট উৎপত্তি হয়?
=করোনা ইফেক্টের জন্য।

২। বাংলাদেশে সিস্টেম লস গড়ে?
=৪০%।

৩। সিস্টেম লসের জন্য বার্ষিক আনুমানিক লোকসান?
=৮৮০ কোটি টাকা।

৪। সিনক্রোনাস মোটর নিজে চালু হতে পারে না
কারন-
ক।স্টার্টিং টর্ক কার্যত শুন্য।
খ।স্লিপ বা স্পিড রেগুলেশন শুন্য।

৫। অলটারনেটরে(AC) সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন হয়
= ৩৮.২ KV।

৬। ডিসি জেনারেটরে সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন হয়
=১.৫ KV।

৭। টার্বো জেনারেটরের গতি
=১৫০০- ৩০০০ RPM হতে পারে।

৮। টার্বো জেনারেটরের পোল থাকে
= ২টি।

৯। আয়রন লস নির্ভর করে
=ভোল্টেজ  এবং ফ্রিকুয়েনসির উপর।

১০। ট্রানসমিশন লাইনে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায়
=লোড পাওয়ার কমে গেলে।