Monday, September 16, 2019

বিভিন্ন প্রকার সাংকেতিক বর্ণ এবং পূর্ণাঙ্গ অর্থ

যা একজন ইঞ্জিনিয়ারের জন্য জানা অত্যাবশ্যক।
A- অ্যাম্পিয়ার
A.C- অল্টারনেটিং কারেন্ট
Ah- অ্যাম্পিয়ার আওয়ার
AT- অ্যাম্পয়ার টার্নস
C- কুলম্ব
°C- ডিগ্রি সেন্টিগ্রেড
C.G.S- সেন্টিমিটার গ্রাম সেকেন্ড
C.P- ক্যান্ডেল পাওয়ার
Cal- ক্যালোরি
ed- ক্যান্ডিলা
D.C- ডাইরেক্ট কারেন্ট
E.C.E- ইলেকট্রো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট
E.M.F- ইলেকট্রমোটিভ ফোর্স
e.v- ইলেকট্রন ভোল্ট
F- ফ্যারাড
°F- ডিগ্রী ফারেনহাইট
g- গ্রাম
H- হেনরি
Hz- হার্জ
H.P- হর্স পাওয়ার
°k- ডিগ্রী ক্যালভীন
kg- কিলোগ্রাম
kcal- কিলোক্যালোরি
kw- কিলোওয়াট
kwh- কিলোওয়াট আওয়ার
KVA- কিলো ভোল্ট অ্যাম্পিয়ার
Lm- লুমেন (সেকেন্ড)
m- মিটার
m.c- মিটার ক্যান্ডেল
M.H.C.P- মিন হরাইজন্টাল ক্যান্ডেল পাওয়ার
M.H.S.C.P- মিন হেমিসফ্যারিক্যাল ক্যান্ডেল পাওয়ার
M.S.C.P-মিন স্পেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার
uf- মাইক্রো ফ্যারাড
uA- মাইক্রো অ্যাম্পিয়ার
mvar- মেগা ভার
MHz- মেগা হার্জ
k ohm- কিলো ওহম
mT- মিলি টেসলা
M.K.S.A- মিটার কিলোগ্রাম সেকেন্ড অ্যাম্পিয়ার
M ohm- মেগা ওহম
m.m.f- ম্যাগনেটোমোটিভ ফোর্স
MW- মেগা ওয়াট
N- নিউটন(সেকেন্ড)
p.d- পটেনশিয়াল ডিফারেন্স
p.f- পাওয়ার ফ্যাক্টর
rad- রেডিয়ান (সেকেন্ড)
rev- রিভিউলেশন
r.m.s- রুট মীন স্কয়ার
R.P.M- রিভিউলেশন পার মিনিট
r.p.s- রিভিউলেশন পার সেকেন্ড
V- ভোল্ট (সেকেন্ড)
VA- ভোল্ট অ্যাম্পিয়ার (সেকেন্ড)
VAR- রিয়াকটিভ ভোল্ট অ্যাম্পিয়ার (সেকেন্ড)
W- ওয়াট (সেকেন্ড)
Wb- ওয়েবার (সেকেন্ড)
wh- ওয়াট আওয়ার (সেকেন্ড)
ckt.- সার্কিট
B.D- ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড
S.D.B- সাব ডিস্ট্রিবিউশন বোর্ড
S.P- সিংগেল পোল
S.P.D.T- সিংগেল পোল ডবল থ্রো
F.D.B- ফিউজ ডিস্ট্রিবিউশন বোর্ড
D.P- ডাবল পোল
D.P.I.C- ডাবল পোল আয়রন ক্লার্ড
TR- ট্রানজিস্টর
IC- ইন্টিগ্রেটিং সার্কিট
ECC- আর্থ কনটিনিউটি কন্ডাকটর
CRT- ক্যাথেড রে টিউব
S.B- সুইচ বোর্ড
KCL- কারশফ কারেন্ট ল
KVL- কারশফ ভোল্টেজ ল
T.P.I.C- ট্রি পোল আয়রন ক্লার্ড
mA- মিলি অ্যাম্পিয়ার
mV- মিলি ভোল্ট
kvar- কিলো ভার
kHz- কিলো হার্জ
T- টেসলা
A- অ্যাম্পিয়ার বা এরিয়া
B- ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি
C- ক্যাপাসিট্যান্স
D- ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি
d- ডায়ামিটার
E- ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেং, ইলুমিনেশন
F- ফোর্স বা লুমিনাস ফ্লাক

No comments:

Post a Comment