প্রথমত, AC কে ton এ প্রকাশ করার কারনঃ-
প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রুম থেকে অপসারণ করতে পারে তার উপর ভিত্তি করে এসি তৈরি করা হয়। অর্থাৎ এটি তাপের সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক। কোন এসি যদি প্রতি ঘন্টায় 12000 BTU বা 1000 কিলোক্যালরি বা 4120 কিলোজুল তাপ অপসারণ করতে পারে তাকে এক টন এসি বলে।
BTU = British Thermal Unit
দ্বিতীয়ত, এক টন এসি সমান কত কিলোওয়াট?
১ টন রেফ্রিজারেশন হল প্রায় 12000 BTU/ ঘন্টা এর সমান বা 3516.8528 ওয়াট এর সমান।
1 RT(Refrigeration Ton)= 3.5168528 kw
1 RT= 3.5168528 kw
3.5168528kw= 1 RT
1 kw= 1/ 3.5168528 RT
1 kw= 0.284345 RT
So, the power P in kw = power P in RT times 3.5168528
P (kw) = p (RT) × 3.5168528
তৃতীয়ত, এসি এর হিসাবের একটি সূত্র আছে। যেমনঃ-
Size of AC= √(Lenth of room × wide of room)/10.
তারপরও পারিপার্শ্বিক কিছু বিষয় বিবেচনায় আনতে হবে।
* রুমের মধ্যে মানুষের উপস্থিতি কেমন থাকে। মানুষ বেশি হলে রুমের তাপমাত্রাও বাড়ে।
* দেয়ালে সূর্যের আলো সরাসরি পড়ে কিনা।
* রুম যদি সবার উপরে হয়।
* গ্রীষ্মকালের তাপমাত্রা।
এসব বিষয়ের দিক বিবেচনা করে AC এর সাইজ বড় হতে হবে।
No comments:
Post a Comment