কারেন্ট লিমিটিং রিয়েক্টর মূলত একটি ইন্ডাক্টিভ কয়েল, যা প্রয়োজনের সময় ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্স প্রদান করে শর্ট সার্কিট কারেন্টকে সীমিত করে রাখে।
গঠনের উপর ভিত্তি করে এর প্রকার হচ্ছে- ড্রাই টাইপ এয়ার কোরড রিয়েক্টর, আয়রন কোর রিয়েক্টর, ওয়েল ইমার্জড এয়ার কোরড রিয়েক্টর।
অবস্থানের উপর ভিত্তি করে এর প্রকার হচ্ছে-
১। জেনারেটর রিয়েক্টর,
২। ফিডার রিয়েক্টর,
৩। বাসবার রিয়েক্টর।
No comments:
Post a Comment