এটি মূলত একটি সার্কিট ব্রেকার যাতে নির্দিষট সময় পর অটো রি - ক্লোজার এর ব্যবসথা আছে। বিদ্যুৎ লাইনে (ট্রানসমিশন এবং ডিসট্রিবিউটর) কোন প্রকার ত্রুটি দেখা দিলে এটি ০.৩ সেকেন্ড সময়ের ব্যবধানে লাইন কে অটোমেটিক ভাবে বিচ্ছিন্ন এবং পুনঃ সংযোগ করে থাকে।
দু’টি সমান ক্যাপাসিট্যানসের প্যারালেল সমতুল্য ক্যাপাসিট্যানস সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যানস ৪ গুন।
ট্রানসফরমার অয়েল
১। ফ্লাস পয়েন্ট=১৪০°সেঃ
২। পোর পয়েন্ট =৩০° সেঃ
ট্রানসফরমারের অয়েলের বানিজ্যিক নাম
১। পাইরানল
২। সিলিকন
স্বাভাবিক অবস্থায় ট্রানসফরমারের কনজারভেটরের অর্ধেক পর্যনত তেল ভর্তি করা হয় কারনঃ যখন তেল গরম হয় তখন আয়তন বেড়ে যাবে বলে।
S.I ইউনিটে 1HP=735.7 Watt
এস আই ইউনিটে প্রতি সেকেন্ডে 75 kg-m কাজ করার ক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলে।
.°.1HP=75 kg-m/sec
=75×9.81 Joule/sec.
=735.75 Joule/sec
=735.Watt[. °.1 Joule/sec=1Watt]
No comments:
Post a Comment