Sunday, September 30, 2018

Exam Qus.-1

OPEN EXAM

প্রশ্ন , করে সেট,,,,,,,,,, শাপলা।

$$. এক কথায় সংক্ষিপ্ত উত্তর -

1. বাংলাদেশে কি কি ধরনের ওয়ারিং  ব্যবহার করা হয় ?

2. ক্লিপ অন মিটার দিয়ে single phase ক্যাপাসিটর
  পরিমাপ করা যায় কি ?

3. পরিবাহীর সাইজ নির্বাচন করতে কি কি বিবেচনা 
     করতে হয় ?

4. সুইচ বোর্ড ও বাতি মেঝে থেকে কত মিটার উপরে  
    লাগানো হয় ?

5. লাইনে ভোল্টেজ ঘাটতি হলে কি সমস্যা হয় ?
    সিঙ্গেল ফেজ লাইনে কত পার্সেন্টেজ ভোল্টেজ 
    ঘাটতি হলে সহনীয় ? 
   
6. Circuit breaker এর It 40 A & Im 300 A দ্বারা কি
     বুঝানো হয়েছে ?

7. Short circuit হলে circuit এ voltage & current  
    এ যে ঝগড়া হয়, কে জিতে কি হারে বা তাদের 
     অবস্থান টাই বা কি ?

8. SM, RM, SE, RE, CFL, SPST, SPDT , MCB ,
     MCCB এর অর্থ কি ?

9. বাসা বাড়ি বা অফিসে যে 3*3 inch socket ব্যবহার
     করা হয় তা সাধারণত কত এম্পিয়ার ?

10. বাতি বা ফ্যান চলেনা নিয়ন টেস্টার ধরলে নিউট্রাল
      ও ফেইজে আলো জ্বলে, কি সমস্যা ?

11. আপনার অফিসে ফ্যান ঘুরে না কি কি সমস্যা হতে
       পারে ও কি কি টেস্ট করতে হবে ?

12. Pole থেকে যে  সার্ভিস লাইন আপনার বাসায় বা
       অফিসে নেওয়া হয়েছে ওই  লাইনের সাথে GI   
       তারলাগানো হয় কেন ?

13. DB and DFB এর অর্থ কি ?

14. দুই লাইনে বলুন আপনার সবচেয়ে বড় ব্যর্থতা কি ?

:$$: বড়  প্রশ্ন :-

1. পোল হইতে অফিসে 30A , 225V Load এ দুটি A/C
    Single phase, দুটি ATM machine, ৪ টি CFL  
    24w bulb, ৩ টি Socket safety  সহ ড্রয়িং একে  
     দেখান।

2. একটি আদর্শ সার্কিটের কয়টি উপাদান ও কি কি ? 
     ছবি এঁকে দেখান।

3. ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এ যে সমস্ত টুলস
    ব্যবহার করা হয় তার একটা তালিকা করুন।

4. ATM both এ সব সময় বিদ্যুৎ ব্যবস্থা থাকা জরুরি,
    তাই চারটি বাতি, একটি জালি ফ্যান, দুটি ATM 
    machine সব  সময় পিডিবি লাইনে চলবে কিন্তু
    বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক IPS থেকে পাওয়ার
    নিয়ে উল্লেখিত ডিভাইস গুলো নিরবিচ্ছিন্নভাবে
    আমাদের সার্ভিস দিবে। তাই এই কাজটি Relay ও  
    MC এর মাধ্যমে কিভাবে আইপিএস
    থেকে সংযোগ দিবেন তার একটি ড্রয়িং এ কে
    দেখান। যদি আপনার চাকরি হয় তাহলে কাজটি
     আপনাকে প্রতিনিয়ত করতে হবে।

interview 2

ভাইবা পর্ব-২

১। AC যদি কারেন্ট না হয় DC কি?
- Deputy  Commissionere
২। ডিজিটাল A মিটারে  ইনপুট লাইন কোথায় থেকে দেওয়া হয়?
-CTথেকে(P1-P2)
৩।কিছু সিংগেল ফেজ মোটরের সেফটি হিসাবে ব্যবহার করা হয় কি?
-Thermo State fuse
৪।Sub-station / Panel Board এর উপরে  এক ধরনের সেন্সর ব্যবহার করা হয় তার নাম কি?
-Smoke Didective.
৫।একটি বাক্সে দুই জন ড্রাইভারের নাম কি?
-১। Star Schrew Driver২।Flat Schrew Driver
৬। একটি ফিউজের কি গুন থাকতে হবে?
- কম রেজিসট্যানস
৭। সার্কিট ব্রেকারের রেটিং কিসের উপর নির্ধারন করা হয়?
- Folt Current পরিমাপের উপর
৮। বাহিরে প্রচনড বজ্রপাত হলে ঘরের ভিতরে কি হয়?
- টিভি,ফ্রিজ,ফ্যান এবং লাইট নষ্ট হয়।
৯। নির্দিষট সময়ে কারেন্ট যায় এবং আসে তাকে কি লোড সেডিং বলে?
-কারেনট নয়বিদুৎ যায় আসে তাকে লোড সেডিং বলে।
১০। Power Factor মিটারে কি থাকে?
-১।  একটি কারেন্ট কয়েল ২। একটি প্রেশার কয়েল
১১। একটি সাইকেল আছে কত ডিগ্রী কোন অতিক্রম করলে বিদুৎ কে ধরতে পারবে?
- ৯০°
১২। একটি ১০০ ওয়াটের বাতি জ্বালানো হলে এক সেকেন্ডে কতবার জ্বলবে নিববে?
-২৫+২৫ বার।
১৩। কারেন্ট কি দেখা যায়, কিভাবে দেখা যায়?
- দেখা যায়। Aমিটার ব্যহার করে।
১৪। সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যাবহার করা হয় কেন?
-১।প্রারমভিক টর্ক বৃদ্ধির জন্য।
২। PF এর মান বৃদ্ধির জন্য।

১৫। কিসের মাধ্যমে জেনারেটরের উৎপাদিত কারেন্ট কে বৃদ্ধি করা হয়?
-কয়েলের প্যাচ সংখ্যা বৃদ্ধি করে।

১৬। বিশুদ্ধ পানি কি সুপরিবাহী
- না।কুপরিবাহী

১৭। বাদুড় বিদুৎতে বসলে বিদুৎতায়ন হয় কেন?
- বাদুড় স্তন্যপায়ী  প্রানী তাই।

১৮। আমরা বিদুৎ বিল কেন দেই?
- এনার্জি খরচের জন্য।
যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

Friday, September 28, 2018

transformar

Classification of Transformer
ট্রান্সফরমার প্রধানত চার প্রকার। যথা:
১। Power Transformer
২। Distribution Transformer)
৩। Instrument Transformer)
৪। Auto Transformer
যে ট্রান্সফরমার কার্যকালের সর্বক্ষণ লোডে থাকে তাকে পাওয়ার ট্রান্সফরমার বলা হয়। যেমন-মেইন সাব-স্টেশন।
যে ট্রান্সফরমার এর কার্যকালের উল্লেখযোগ্য সময়ে লোড থাকে না তাকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বলে। যেমনডিস্ট্রিবিউশন সাব-স্টেশন।
যে ট্রান্সফরমার উচ্চ ভোল্টেজ ও উচ্চ কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় তাকে ইনস্ট্রমেন্ট ট্রান্সফরমার বলে।
ইনস্ট্রমেন্ট ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
১। C.T-Current Transformer
২। PT-Voltage or Potential Transformer
তাহাছাড়াও বিভিন্ন কার্য অনুযায়ী ট্রান্সফরমারের শ্রেণিবিভাগ নিচে দেয়া হল
১। ফেজ হিসেবে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায় । যথা
ক। Single Phase Transformer
খ। Poly Phase Transformer
২। কোর অনুযায়ী ট্রান্সফরমারকে চার ভাগে ভাগ করা যায়। যথা
ক। Core type Transformer
খ। Shell type Transformer
গ। Berry type Transformer
ঘ। Wound core type Transformer
৩। ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা
ক। Step up Transformer
খ। Step down Transformer
যে ট্রান্সফরমার লো ভোল্টেজ গ্রহণ করে উচ্চ ভোল্টেজ সাপ্লাই দেয় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে।
আবার যে ট্রান্সফরমার উচ্চ ভোল্টেজ গ্রহণ করে লো ভোল্টেজ সাপ্লাই দেয় তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে।
৪। ফ্রিকোয়েন্সি অনুযায়ী ট্রান্সফরমার দুই প্রকার ঃ
ক। Audio frequency Transformer
খ। Radio frequency Transformer
৫। ঠাণ্ডীকরণ হিসেবে তিন প্রকার ঃ
ক। Oil cooled Transformer
ক। Air cooled Transformer
গ। Natural cooled Transformer
৬। স্থাপনের উপর নির্ভর করে ট্রান্সফরমার তিন প্রকার ঃ
ক। Indoor Type Transformer
খ। Outdoor Type Transformer
গ। Pole Mounted Type Transformer.

Collected.

Engine

What is engine/ ইঞ্জিন কি?
-যে যন্ত্র ফুয়েলকে পোড়াইয়া/ সাথেও করে শক্তি উৎপন্ন করে নিজে চলে ও অন্যকে চালাতে সাহায্য করে তাকে ইঞ্জিন বলে। ইঞ্জিন প্রধানত দুই প্রকার।
যথাঃ১)অন্তদহন ইঞ্জিন।
২)বহিদহন ইঞ্জিন।
ইঞ্জিন প্রকারভেদঃ
1* ফুয়েল এর উপর ভিক্তি করে Engine তিন প্রকার।যথাঃ১)ডিজেল ইঞ্জিন।২)পেট্রোল ইঞ্জিন।৩)গ্যাস ইঞ্জিন।
2* স্ট্রোক অনুযায়ী দুই প্রকার।যথাঃ১)টু-স্ট্রোক ইঞ্জিন।২)ফোরস্ট্রোক ইঞ্জিন।
3* ইগনিশন সিস্টেম অনুযায়ী দুই প্রকার।যথাঃ১)র্স্পাক ইগনিশন/SI ইঞ্জিন।২)কম্প্রেশন ইগনিশন/CI ইঞ্জিন।
4* কম্বাশন চেম্বারের অবস্থান অনুযায়ী দুই প্রকার।যথাঃ১)ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন।২)এক্সটারনাল কম্বাশন ইঞ্জিন।
5* কুলিং সিস্টেম অনুযায়ী দুই প্রকার।যথাঃ১)য়াটার কুলিং ইঞ্জিন।২)এয়ার কুলিং ইঞ্জিন।
6* সিলিন্ডারের সংখ্যা অনুযায়ী দুই প্রকার।যথাঃ১)সিগেল সিলিন্ডার।২)মাল্টি সিলিন্ডার।

2-Duel-fuel Engine বলিতে কি বুঝি,,?
-1/Duel fuel bolte bojai j  jalani hishebe cng & gasoline engine. mane gas & petrol or disel use kora jai.

C.I Engine & S.I Engine এর মধ্যে পার্থক্য কি,,?

2/ .c.i engine a injector nojjle take r s.i engine a spark plug take!

How the fuel ratings of S.I. and C.I. engine measured ?

-SI engine uses fuel which hs high rate burning than CU engine which is using diesel
-From octane and cetane number
-SI engine uses fuel which hs high rate burning than CU engine which is using diesel

*What's the difference between a gas turbine and a steam turbine?
-Gas turbine=uses gasoline fuel,gas turbine is used on aircrafts.
Steam turbine=uses steam from a boiler,it is used where electricity is generatated with coals
-gas turbine is an internal combustion engine uses gasoline as a fuel While steam turbine is an external combustion engine uses steam generated out side engine from boiler to propel turbine
-Gas turbine uses gas and steam turbine uses water
-Gas Turbine is internal combustion, steam turbine is external combustion
Collected

Thursday, September 27, 2018

PLC & Auto cad bad said & good said

আমি PLC & AUTO CADD  এর সুফল ও কুফল
নিয়ে লিখবো বলে কথা দিয়েছিলাম আপনাদের ............

সে কথা অনুসারে লেখা শুরু করলাম (শুধু নবীনদের জন্য) ।

এটা আমার ব্যাক্তিগত মতামত, আমার ১৫ বছর ইঞ্জিনিয়ারিং লাইফের অবিজ্ঞতা থেকে বলছি .....................অনেকের মতামতের সাথে নাও মিলতে পারে.........!!!

PLC (Programmable Logic Controller) এমন একটি সফটওয়্যার যা এক ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।

PLC এরূপভাবে ডিজাইন করা হয় যে, শুধুমাত্র Computer programmer এটি change করতে পারে । অর্থাৎ PLC তে পূর্ব থেকেই সাধারণ ভাবে প্রোগ্রাম ডুকান থাকে । PLC হল Computer এর মতই, কিন্তু Computer এ  ব্যবহৃত  হয় Calculation & Display task এর জন্য। অন্যদিকে PLC ব্যবহৃত হয় Control task এবং Industrial environment এর জন্য।

বিভিন্ন ধরণের Stepper motor, automatic door control, relays, solenoid valves, lift, conveyor belt, Temperature, noise, humidity control  etc. ইত্যাদি কাজে PLC ব্যাপক ভাবে বেবহিত হয়। আমি ইচ্ছা করলে এই কাজ গুলি রীলের মাধ্যমেও করতে পারবো । কিন্তু এখানে প্রচুর রীলে লাগবে যা ব্যাপক বেয়বহুল ও রিপেয়ার কষ্ট সাধ্য , তাই PLC ব্যাবহার করা হয়।
অর্থাৎ PLC এর অপর নাম রিলে।আর কিছু না। PLC আহামরি কিছু না । রীল, টাইমার, কাউনটার এর NO  NC  সমন্বয়ে গঠিত সামান্য মাত্র একটি PLC  প্রোগ্রাম আর কিছু নয়।

এখন আসল কোথায় আশা যাক ..................
আপনি Bsc & Diploma Engineering  পাশ করছেন জব হচ্ছে না পরিবারকে বললেন আমার কিছু প্রশিক্ষণ করা দরকার তাহলে জব হবে। তখন পরিবার ভাবল ৪/৫ বছর পড়াইতে পারছি আর ১০/১২ হাজার টাকা দিয়ে প্রশিক্ষণ করাতে পারবো না । কষ্টের টাকা নিয়ে PLC & AUTO CADD প্রশিক্ষণ করে ফেললেন !তার পরোও জব হওয়ার সম্বাবনা নাই ৯৫% কারন আপনি Practical কিছুই পারেন না।

আপনি কখন Chinese ,  বিরয়ানী, চিকেন ফ্রাই, গরুর মাংস খাবেন ? যখন আপনার কোন অভাব থাকবে না ! তখন আপনি আপনার বউ, বান্ধবী, প্রেমিকা, বন্ধু-বান্ধব ইত্যাদিকে উল্লেখিত খাবার খাওয়াতে পারবেন। ঠিক ততরুপ উল্লেখিত খাবার হল PLC & AUTO CADD , আপনি যখন Practical কাজ জানবেন, জবও করতেছেন, সময়ও আছে তখন আপনি  PLC & AUTO CADD শিখবেন। আমি PLC & AUTO CADD এর বিরোধী না ভাই আপনি অবশই শিখবেন একটা সময় পর। PLC  সব কোম্পানিতে নাইও, যাও আছে কিছু কিছু কোম্পানিতে তাও আবার সাপ্লাই কোম্পানিই কাজ করে দিয়ে যায়।

Electrical engineer দের প্রধান সেক্টর হল Power sector, তাই আগে পাওয়ার শিখতে হবে! বাকীগুলি আমনেই হয়ে যাবে ! সাথে ইলেক্ট্রনিক। এখন সব কিছুতেই ইলেক্ট্রনিক এর মাধ্যমে কন্ট্রোল করা হয়।

আপনি প্রথমেই Transformer ধারনা নিবেন, কি ভাবে ভোল্টেজ step up/down করা হয়, সমস্যা হলে কীভাবে চেক করতে হয়। জেনারেটর কীভাবে অপারেট করতে হয় জানবেন, সুইচ গিয়ার সম্পর্কে জানবেন, বাসবার সম্পর্কে জানবেন, কত সাইজ ক্যাবল কত অ্যাম্পিয়ার কেরি করতে, কত সার্কিট ব্রেকার সেট করতে হবে , মোটর কিভাবে কানেকশন দিতে হয়, কিভাবে চেক করতে হয়, star Delta, Forward Reverse, Dol, PFI , series-parallels connection, fan, Relay, Timer, MC , Ac  কে DC করা ইত্যাদি। 

আর AUTO CADD আমাদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার দের কাজে লাগে যদি সে কোন Developer company & Sub-station manufacture company জব করে তাহলে।

আপনি বিশ্বাস করেন আর না করেন আমি ২০০৮ সনে মাত্র এক দিনে  AUTO CADD শিখেছি !!! আজও পর্যন্ত কাজে লাগাতে পারিনাই ! মনে হয় ভুলেই গেছি। আমাদের দেশের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলিতে শতকরা ৯৫ টাতে AUTO CADD লাগেনা !
PLC & AUTO CADD না যেনেই অনেক Electrical engineer রা BPDB, DPDC, PGCB, Samit, Desh energy  এর Chief Engineer হইছে।

আমি PLC & AUTO CADD এর বিরোধী নই, আপনি অবশই শিখবেন , এগিয়ে যাবেন , আগে ব্যাবহারিক শিখেন তার পর PLC & AUTO CADD ।

আপনি যে কোন সময় PLC & AUTO CADD শিখতে পারবেন , কিন্তু বয়স চলে গেলে আপনার ব্যাবহারিক আর শিক্ষা হবে না । তখন বলবেন কেন EEE পরলাম।

তাই বলছি সময় গেলে সাধন হবেনা।

Practical  First  PLC & AUTO CADD Last.

Written by ……
Engr. Md. Rafikul Islam.
Electrical Engineer.
( Utility, operation & maintenance)
Letter n colour ltd.

        &
Admin
EEE power bridge.

01715-21.....o7

Electrical niti mala

শিল্প নিরাপত্তা নীতিমালা কি? বৈদ্যুতিক নিরাপত্তা নীতি কি?

শিল্প নিরাপত্তা নীতিমালা

    সুইং মেশিনের বেল্ট, ওভারলক মেশিনের নিডিল গার্ড, স্ল্যাপ-বাটন মেশিনের বেল্ট এবং সেফটি গার্ড, নিয়মিতভাবে চেক করা।
    কাটিং মেশিনের অপারেটরগণ মেশিন ব্যবহারের সময় হাতে মেটাল গ্লোভস ও মুখে মাস্ক ব্যবহার করে কিনা তা নিয়মতিভাবে চেক করা।
    ওভারলক মেশিন বা পেডিং কাটার অপারেটরগণ মাস্ক ব্যবহার করে কিনা নিশ্চিত করা।
    বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে মেশিনের সুইচ অফ ও নিডিল প্রেসার ফিট নিচে নামিয়ে রাখা।
    ভেজা হাত দিয়ে মেশিনের সুইচ অফ অন না করা।
    বয়লার, আয়রন ও মেশিনের সাথে বৈদ্যুতিক সংযোগ তার নিয়মিত ভাবে চেক করা।

বৈদ্যুতিক নিরাপত্তা নীতি

    বিপদ সংকেত শোনামাত্র দ্রুত প্রধান সুইচ বন্ধ করা।
    প্রতিটি বৈদ্যুতিক লাইন সুইচ, সার্কিট ব্রেকার, ফ্যান, কাটআউট দৈনিক ভিত্তিতে পরীক্ষা করা।
    বৈদ্যুতিক শক্তির সাহায্যে চালিত প্রতিটি যন্ত্রপাতি পরীক্ষা করা।
    বৈদ্যুতিক লাইন আছে এমন প্রতিটি স্থান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
    বৈদ্যুতিক জেনারেটর নিয়মিত চেক করা।

বৈদ্যুতিক নিরাপত্তা নীতিমালা

পোশাক শিল্পে / ফ্যাক্টরীতে কর্মরত সকল কর্মকর্তা ও শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি দৃষ্টি রাখা প্রাথমিক দায়িত্ব। প্রত্যেকে সচেতন থাকলেই দলগত কিংবা সমষ্টিগত নিরাপত্তা বজায় রাখা সম্ভব। বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হওয়া একটি স্বাভাবিক ঘটনা। কারণ যতক্ষণ ইউনিট/ফ্লোর চালু  থাকে ততক্ষণ বৈদ্যুতিক ব্যবহার অব্যাহত থাকে। তাই এ বিষয়ে যে সকল নিরাপত্তার দরকার তা নি¤েœ উল্লেখ করা হল ঃ

১.     কাজের শুরু ও শেষে ইউনিট/ফ্লোরে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।

২.      বয়লার কক্ষ পরিদর্শনের উপযোগী হতে হবে এবং বাষ্প লাইনে ছিদ্র  বা লিকেজ থাকবে না ও খোলা (ন্যাকেড) পাইপ থাকবে না।

৩.     কোথাও কোন খোলা তার থাকতে পারবে না।

৪.     ডি.বি বোর্ডে ডেনজার সাইন লাগানো থাকবে ।

৫.     ডি.বি. বোর্ড গুলি পরিষ্কার পরিচ্ছন্ন  ও আশে পাশে কোন মালামাল থাকবে না। বোর্ড তালা দিয়ে

আটকানো থাকবে না।

৬.     ডি.বি বোর্ডের নিচে রাবার ম্যাট থাকতে হবে।

৭.      পিছ আয়রন ছকেট থেকে বিচ্ছিন্ন  না করে কর্ম স্থল ত্যাগ করা যাবে না।

৮.     পিছ আয়রন বা ভ্যাকুয়াম আয়রন সবসময় পুরোপুরি ঠিক থাকতে হবে এবং সর্বদা আয়রন স্ট্যান্ডে এর

উপর রাখতে হবে।

৯.     সকল মেশিনের মটরে পুলি কভার (চঁষষু ঈড়াবৎ) থাকতে হবে।

১০.     কোন মটর, ফ্যান, মেশিনের বাজে শব্দ থাকতে পারবে না।

১১.     কোন প্রকার টেপ মোড়ানো / ভাঁঙ্গা বা পোড়া প্লাগ, সকেট, সুইচ থাকবে না।

১২.     টিউব লাইটের স্টার্টার সঠিকভাবে থাকতে হবে।

১৩.    মটর বা মেশিনের তারগুলি সুন্দরভাবে ড্রেসিং থাকতে হবে।

১৪.     সব চ্যানেলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন  থাকতে হবে। ভিতরে কোন ডাস্ট থাকবে না।

১৫.     প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।


কারখানা তত্ত্বাবধান নীতি

    কারখানায় ব্যবহৃত ও প্রক্রিয়াধীন ফেব্রিক ও কাটাকাপড় মেঝের উপর যত্রতত্র ফেলা থেকে বিরত থাকা।
    অগ্নি নির্গমন পথ সব সময় পরিষ্কার রাখা ও নির্গমন পথের উপর কোনকিছু ফেলা থেকে বিরত থাকা।
    কাখানার সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
    মেশিন ও টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন ও মেশিন লাইন সোজা রাখা।
    পর্যাপ্ত আলো বাতাস এর ব্যবস্থা নিশ্চিত করা।
    কাপড় সর্বত্র গুছিয়ে রাখা।
    খাবারের স্থানে পরিষ্কার আলো ও বাতাসের ব্যবস্থা নিশ্চিত করা।
    অগ্নি নির্বাপক যন্ত্রের আশ পাশ ও কারখানায় অবস্থিত সুইচ বোর্ডের আশ পাশ সবসময় পরিষ্কার ও বাধামুক্ত রাখা।
    অগ্নি নির্বাপক কর্মী, প্রাথমিক চিকিৎসক দল এবং ঝাড়–দারগণ নিজ নিজ নির্দিষ্ট পোশাক পরিধানরত আছে কিনা নিশ্চিত করা।

Interview

একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ ঃ পর্ব-১
১। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিবে
May I coming Sir.
২। প্রবেশ করার পর ছালাম দিয়ে সোজা দাড়িয়ে থাকবে।স্যার যদি বলেন বসো,বসার পূর্বে Thanks all বলে ভদ্রতার সহিত বসবে।
৩। প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হবে
মুল ইন্টারভিউ ; প্রশ্ন

১। কারেন্ট কেন লোড সেডিং হয়?
-সরি স্যার,বিদুৎ লোড সেডিং হয়।
২। সুইচ  বোর্ডে বিদুৎ আছে কিনা বুঝব কিভাবে?
-ইনডিকেটর দেখে।
৩। কোনটা আগে চলে, বিদুৎ না কারেন্ট?
- ভোল্টেজ।
৪। মানুষের দিক দিয়ে সিনিয়র /জুনিয়র কিভাবে মূল্যায়ন করবে?
-মানুষের দিক দিয়ে নয়,বয়সের দিক দিয়ে মূল্যায়ন।
৫। গাড়িতে একজন ড্রাইভার ছাড়া একটি ড্রাইভার আছে  নাম কি?
- Scrow Driver
৬। দশ জনের কাজ তুমি একাকী  কিভাবে করবে?
-প্রযুকতি ব্যবহার করে।
৭।  মেয়ে বললো বাবা বিদুৎ চলে গেছে, তারপরেও পাখা,বাতি,সব চলতেছে কেন?
-বিদুৎ ছেলের নাম
৮। আকাশে প্রচুর বিদুৎ চমকাচ্ছে, তুমি কি করবে?
- ঘরের মেইন সুইচ বন্ধ করে দিবো
৯। সিংগেল এবং থ্রী ফেজ লাইন কানেকশন চেনার উপায়?
- সিংগেল L-N & Three Phase -RST/UVW
১০। কোন ট্রানসফরমারে একটি মাত্র কয়েল থাকে?
- অটো ট্রানসফরমার।
১১।  LCD কি?
-Liquid Cristal Display
12। VDR কি?
-Voltage  Dependent Resistor
১৩। নাইক্রোম ওয়্যার উপাদান গুলো কিকি?
- নিকেল-৬১%,ক্রোমিয়াম-১৫%,আয়রন-২৪%
১৪। একজন মানুষের  রেজিসট্যানস কত?
-০.১ মেগাওহম হতে .০৫ মেগাওহম।
১৫। তার বা ক্যাবল দেখে নিউট্রাল,ফেজ চেনার উপায় কি?
- নিউট্রাল তার বা ক্যাবলের মাথায় কালো ট্যাপিং এবং ফেজ তারের মাথায় রেড,হলুদ,নীল রংয়ের টেপিং থাকবে।

ভুল হতে পারে।একান্ত নিজের মত করা পোস্ট।
ভুল হলে সংশোধনের আবেদন রইলো।