Thursday, September 27, 2018

Interview

একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ ঃ পর্ব-১
১। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিবে
May I coming Sir.
২। প্রবেশ করার পর ছালাম দিয়ে সোজা দাড়িয়ে থাকবে।স্যার যদি বলেন বসো,বসার পূর্বে Thanks all বলে ভদ্রতার সহিত বসবে।
৩। প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হবে
মুল ইন্টারভিউ ; প্রশ্ন

১। কারেন্ট কেন লোড সেডিং হয়?
-সরি স্যার,বিদুৎ লোড সেডিং হয়।
২। সুইচ  বোর্ডে বিদুৎ আছে কিনা বুঝব কিভাবে?
-ইনডিকেটর দেখে।
৩। কোনটা আগে চলে, বিদুৎ না কারেন্ট?
- ভোল্টেজ।
৪। মানুষের দিক দিয়ে সিনিয়র /জুনিয়র কিভাবে মূল্যায়ন করবে?
-মানুষের দিক দিয়ে নয়,বয়সের দিক দিয়ে মূল্যায়ন।
৫। গাড়িতে একজন ড্রাইভার ছাড়া একটি ড্রাইভার আছে  নাম কি?
- Scrow Driver
৬। দশ জনের কাজ তুমি একাকী  কিভাবে করবে?
-প্রযুকতি ব্যবহার করে।
৭।  মেয়ে বললো বাবা বিদুৎ চলে গেছে, তারপরেও পাখা,বাতি,সব চলতেছে কেন?
-বিদুৎ ছেলের নাম
৮। আকাশে প্রচুর বিদুৎ চমকাচ্ছে, তুমি কি করবে?
- ঘরের মেইন সুইচ বন্ধ করে দিবো
৯। সিংগেল এবং থ্রী ফেজ লাইন কানেকশন চেনার উপায়?
- সিংগেল L-N & Three Phase -RST/UVW
১০। কোন ট্রানসফরমারে একটি মাত্র কয়েল থাকে?
- অটো ট্রানসফরমার।
১১।  LCD কি?
-Liquid Cristal Display
12। VDR কি?
-Voltage  Dependent Resistor
১৩। নাইক্রোম ওয়্যার উপাদান গুলো কিকি?
- নিকেল-৬১%,ক্রোমিয়াম-১৫%,আয়রন-২৪%
১৪। একজন মানুষের  রেজিসট্যানস কত?
-০.১ মেগাওহম হতে .০৫ মেগাওহম।
১৫। তার বা ক্যাবল দেখে নিউট্রাল,ফেজ চেনার উপায় কি?
- নিউট্রাল তার বা ক্যাবলের মাথায় কালো ট্যাপিং এবং ফেজ তারের মাথায় রেড,হলুদ,নীল রংয়ের টেপিং থাকবে।

ভুল হতে পারে।একান্ত নিজের মত করা পোস্ট।
ভুল হলে সংশোধনের আবেদন রইলো।

No comments:

Post a Comment