Thursday, September 27, 2018

PLC & Auto cad bad said & good said

আমি PLC & AUTO CADD  এর সুফল ও কুফল
নিয়ে লিখবো বলে কথা দিয়েছিলাম আপনাদের ............

সে কথা অনুসারে লেখা শুরু করলাম (শুধু নবীনদের জন্য) ।

এটা আমার ব্যাক্তিগত মতামত, আমার ১৫ বছর ইঞ্জিনিয়ারিং লাইফের অবিজ্ঞতা থেকে বলছি .....................অনেকের মতামতের সাথে নাও মিলতে পারে.........!!!

PLC (Programmable Logic Controller) এমন একটি সফটওয়্যার যা এক ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।

PLC এরূপভাবে ডিজাইন করা হয় যে, শুধুমাত্র Computer programmer এটি change করতে পারে । অর্থাৎ PLC তে পূর্ব থেকেই সাধারণ ভাবে প্রোগ্রাম ডুকান থাকে । PLC হল Computer এর মতই, কিন্তু Computer এ  ব্যবহৃত  হয় Calculation & Display task এর জন্য। অন্যদিকে PLC ব্যবহৃত হয় Control task এবং Industrial environment এর জন্য।

বিভিন্ন ধরণের Stepper motor, automatic door control, relays, solenoid valves, lift, conveyor belt, Temperature, noise, humidity control  etc. ইত্যাদি কাজে PLC ব্যাপক ভাবে বেবহিত হয়। আমি ইচ্ছা করলে এই কাজ গুলি রীলের মাধ্যমেও করতে পারবো । কিন্তু এখানে প্রচুর রীলে লাগবে যা ব্যাপক বেয়বহুল ও রিপেয়ার কষ্ট সাধ্য , তাই PLC ব্যাবহার করা হয়।
অর্থাৎ PLC এর অপর নাম রিলে।আর কিছু না। PLC আহামরি কিছু না । রীল, টাইমার, কাউনটার এর NO  NC  সমন্বয়ে গঠিত সামান্য মাত্র একটি PLC  প্রোগ্রাম আর কিছু নয়।

এখন আসল কোথায় আশা যাক ..................
আপনি Bsc & Diploma Engineering  পাশ করছেন জব হচ্ছে না পরিবারকে বললেন আমার কিছু প্রশিক্ষণ করা দরকার তাহলে জব হবে। তখন পরিবার ভাবল ৪/৫ বছর পড়াইতে পারছি আর ১০/১২ হাজার টাকা দিয়ে প্রশিক্ষণ করাতে পারবো না । কষ্টের টাকা নিয়ে PLC & AUTO CADD প্রশিক্ষণ করে ফেললেন !তার পরোও জব হওয়ার সম্বাবনা নাই ৯৫% কারন আপনি Practical কিছুই পারেন না।

আপনি কখন Chinese ,  বিরয়ানী, চিকেন ফ্রাই, গরুর মাংস খাবেন ? যখন আপনার কোন অভাব থাকবে না ! তখন আপনি আপনার বউ, বান্ধবী, প্রেমিকা, বন্ধু-বান্ধব ইত্যাদিকে উল্লেখিত খাবার খাওয়াতে পারবেন। ঠিক ততরুপ উল্লেখিত খাবার হল PLC & AUTO CADD , আপনি যখন Practical কাজ জানবেন, জবও করতেছেন, সময়ও আছে তখন আপনি  PLC & AUTO CADD শিখবেন। আমি PLC & AUTO CADD এর বিরোধী না ভাই আপনি অবশই শিখবেন একটা সময় পর। PLC  সব কোম্পানিতে নাইও, যাও আছে কিছু কিছু কোম্পানিতে তাও আবার সাপ্লাই কোম্পানিই কাজ করে দিয়ে যায়।

Electrical engineer দের প্রধান সেক্টর হল Power sector, তাই আগে পাওয়ার শিখতে হবে! বাকীগুলি আমনেই হয়ে যাবে ! সাথে ইলেক্ট্রনিক। এখন সব কিছুতেই ইলেক্ট্রনিক এর মাধ্যমে কন্ট্রোল করা হয়।

আপনি প্রথমেই Transformer ধারনা নিবেন, কি ভাবে ভোল্টেজ step up/down করা হয়, সমস্যা হলে কীভাবে চেক করতে হয়। জেনারেটর কীভাবে অপারেট করতে হয় জানবেন, সুইচ গিয়ার সম্পর্কে জানবেন, বাসবার সম্পর্কে জানবেন, কত সাইজ ক্যাবল কত অ্যাম্পিয়ার কেরি করতে, কত সার্কিট ব্রেকার সেট করতে হবে , মোটর কিভাবে কানেকশন দিতে হয়, কিভাবে চেক করতে হয়, star Delta, Forward Reverse, Dol, PFI , series-parallels connection, fan, Relay, Timer, MC , Ac  কে DC করা ইত্যাদি। 

আর AUTO CADD আমাদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার দের কাজে লাগে যদি সে কোন Developer company & Sub-station manufacture company জব করে তাহলে।

আপনি বিশ্বাস করেন আর না করেন আমি ২০০৮ সনে মাত্র এক দিনে  AUTO CADD শিখেছি !!! আজও পর্যন্ত কাজে লাগাতে পারিনাই ! মনে হয় ভুলেই গেছি। আমাদের দেশের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলিতে শতকরা ৯৫ টাতে AUTO CADD লাগেনা !
PLC & AUTO CADD না যেনেই অনেক Electrical engineer রা BPDB, DPDC, PGCB, Samit, Desh energy  এর Chief Engineer হইছে।

আমি PLC & AUTO CADD এর বিরোধী নই, আপনি অবশই শিখবেন , এগিয়ে যাবেন , আগে ব্যাবহারিক শিখেন তার পর PLC & AUTO CADD ।

আপনি যে কোন সময় PLC & AUTO CADD শিখতে পারবেন , কিন্তু বয়স চলে গেলে আপনার ব্যাবহারিক আর শিক্ষা হবে না । তখন বলবেন কেন EEE পরলাম।

তাই বলছি সময় গেলে সাধন হবেনা।

Practical  First  PLC & AUTO CADD Last.

Written by ……
Engr. Md. Rafikul Islam.
Electrical Engineer.
( Utility, operation & maintenance)
Letter n colour ltd.

        &
Admin
EEE power bridge.

01715-21.....o7

No comments:

Post a Comment