ভাইবা পর্ব-২
১। AC যদি কারেন্ট না হয় DC কি?
- Deputy Commissionere
২। ডিজিটাল A মিটারে ইনপুট লাইন কোথায় থেকে দেওয়া হয়?
-CTথেকে(P1-P2)
৩।কিছু সিংগেল ফেজ মোটরের সেফটি হিসাবে ব্যবহার করা হয় কি?
-Thermo State fuse
৪।Sub-station / Panel Board এর উপরে এক ধরনের সেন্সর ব্যবহার করা হয় তার নাম কি?
-Smoke Didective.
৫।একটি বাক্সে দুই জন ড্রাইভারের নাম কি?
-১। Star Schrew Driver২।Flat Schrew Driver
৬। একটি ফিউজের কি গুন থাকতে হবে?
- কম রেজিসট্যানস
৭। সার্কিট ব্রেকারের রেটিং কিসের উপর নির্ধারন করা হয়?
- Folt Current পরিমাপের উপর
৮। বাহিরে প্রচনড বজ্রপাত হলে ঘরের ভিতরে কি হয়?
- টিভি,ফ্রিজ,ফ্যান এবং লাইট নষ্ট হয়।
৯। নির্দিষট সময়ে কারেন্ট যায় এবং আসে তাকে কি লোড সেডিং বলে?
-কারেনট নয়বিদুৎ যায় আসে তাকে লোড সেডিং বলে।
১০। Power Factor মিটারে কি থাকে?
-১। একটি কারেন্ট কয়েল ২। একটি প্রেশার কয়েল
১১। একটি সাইকেল আছে কত ডিগ্রী কোন অতিক্রম করলে বিদুৎ কে ধরতে পারবে?
- ৯০°
১২। একটি ১০০ ওয়াটের বাতি জ্বালানো হলে এক সেকেন্ডে কতবার জ্বলবে নিববে?
-২৫+২৫ বার।
১৩। কারেন্ট কি দেখা যায়, কিভাবে দেখা যায়?
- দেখা যায়। Aমিটার ব্যহার করে।
১৪। সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যাবহার করা হয় কেন?
-১।প্রারমভিক টর্ক বৃদ্ধির জন্য।
২। PF এর মান বৃদ্ধির জন্য।
১৫। কিসের মাধ্যমে জেনারেটরের উৎপাদিত কারেন্ট কে বৃদ্ধি করা হয়?
-কয়েলের প্যাচ সংখ্যা বৃদ্ধি করে।
১৬। বিশুদ্ধ পানি কি সুপরিবাহী
- না।কুপরিবাহী
১৭। বাদুড় বিদুৎতে বসলে বিদুৎতায়ন হয় কেন?
- বাদুড় স্তন্যপায়ী প্রানী তাই।
১৮। আমরা বিদুৎ বিল কেন দেই?
- এনার্জি খরচের জন্য।
যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
No comments:
Post a Comment