Friday, September 28, 2018

transformar

Classification of Transformer
ট্রান্সফরমার প্রধানত চার প্রকার। যথা:
১। Power Transformer
২। Distribution Transformer)
৩। Instrument Transformer)
৪। Auto Transformer
যে ট্রান্সফরমার কার্যকালের সর্বক্ষণ লোডে থাকে তাকে পাওয়ার ট্রান্সফরমার বলা হয়। যেমন-মেইন সাব-স্টেশন।
যে ট্রান্সফরমার এর কার্যকালের উল্লেখযোগ্য সময়ে লোড থাকে না তাকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বলে। যেমনডিস্ট্রিবিউশন সাব-স্টেশন।
যে ট্রান্সফরমার উচ্চ ভোল্টেজ ও উচ্চ কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় তাকে ইনস্ট্রমেন্ট ট্রান্সফরমার বলে।
ইনস্ট্রমেন্ট ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
১। C.T-Current Transformer
২। PT-Voltage or Potential Transformer
তাহাছাড়াও বিভিন্ন কার্য অনুযায়ী ট্রান্সফরমারের শ্রেণিবিভাগ নিচে দেয়া হল
১। ফেজ হিসেবে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায় । যথা
ক। Single Phase Transformer
খ। Poly Phase Transformer
২। কোর অনুযায়ী ট্রান্সফরমারকে চার ভাগে ভাগ করা যায়। যথা
ক। Core type Transformer
খ। Shell type Transformer
গ। Berry type Transformer
ঘ। Wound core type Transformer
৩। ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা
ক। Step up Transformer
খ। Step down Transformer
যে ট্রান্সফরমার লো ভোল্টেজ গ্রহণ করে উচ্চ ভোল্টেজ সাপ্লাই দেয় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে।
আবার যে ট্রান্সফরমার উচ্চ ভোল্টেজ গ্রহণ করে লো ভোল্টেজ সাপ্লাই দেয় তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে।
৪। ফ্রিকোয়েন্সি অনুযায়ী ট্রান্সফরমার দুই প্রকার ঃ
ক। Audio frequency Transformer
খ। Radio frequency Transformer
৫। ঠাণ্ডীকরণ হিসেবে তিন প্রকার ঃ
ক। Oil cooled Transformer
ক। Air cooled Transformer
গ। Natural cooled Transformer
৬। স্থাপনের উপর নির্ভর করে ট্রান্সফরমার তিন প্রকার ঃ
ক। Indoor Type Transformer
খ। Outdoor Type Transformer
গ। Pole Mounted Type Transformer.

Collected.

No comments:

Post a Comment