ইলেকট্রিক্যাল সমস্যা
১। মনিটরে আলো কম বা নাই
২। ডিসপ্লে আসে না।
৩।হিটার কাজ না করা
৪। কি বোর্ড বাটন কাজ না করা
৫। লিমিট সুইচ কাজ করেনা।
৬। সলিনয়েড ভালব অপেন হয় না
৭। অটো লোডার, রোটারি মোটর ঘুরে না।
৮। হাইড্রোলিক পাম্প চালু হয় না।
৯। পাম্প ওভার হিট।
১০। মোটর কুলিং ফ্যান ঘুরে না। ইত্যাদি
মেকানিক্যাল সমস্যা
১।ক্লাম্পিং হয় না।
২। ইনজেকটর প্রপার কাজ করে না।
৩। মোলড ওপেন হয় না।
৪। বেরেল এবং সক্রু ক্ষয়।
৫। অয়েল টেমপারেচার হাই।
৬। হিট একচেনঞার ব্লক
৭। পানির প্রেসার কম।
৮। মোলড বাকা হয়।ইত্যাদি।
No comments:
Post a Comment