Wednesday, October 17, 2018

ইলেকট্রিক্যাল সার্কিট এর বেসিক কিছু প্রশ্ন এবং উত্তর


১/ অ্যাডমিট্যান্স কাকে বলে? এর প্রতীক এবং একক কী ?
উত্তরঃ একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টকে সার্কিটের অ্যাডমিট্যান্স বলে। এর প্রতীক Y এবং একক মোহ (Ʊ)
২/ কন্ডাকট্যান্স কাকে বলে ? এর প্রতীক এবং একক কী ?
উত্তরঃ একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টের আনুভূমিক উপাদান কে কন্ডাকট্যান্স বলে। এর প্রতীক G একক মোহ (Ʊ) ।
৩/ সাসসেপট্যান্স কাকে বলে ? এর প্রতীক এবং একক কী ।
উত্তরঃ একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টের উল্লম্ব উপাদান কে সাসসেপট্যান্স বলে। এর প্রতীক B এবং একক মোহ (Ʊ) ।
৪/ অ্যাডিমিট্যান্স পদ্ধতি কী নির্ণয়ে ব্যবহার করা হয় ?
উত্তরঃ যখন একটি এক-ফেজ প্যরালাল সার্কিটে রেজিস্ট্যান্স এবং রিয়্যাক্ট্যান্সের মান জানা থাকে। তখন সার্কিটটির সিরিজ সমতুল্য ইম্পিড্যান্স নির্ণয় করতে এই অ্যাডমিট্যান্স পদ্ধতি প্রায়ই ব্যবহৃত হয়।
৫/ সার্কিটের রেজিস্ট্যান্স ও ইম্পিড্যান্স এর অনুপাতকে কী বলে ?
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর।
৬/ রিয়্যাক্টিভ পাওয়ার কাকে বলে?
উত্তরঃ ভোল্টেজ এবং কারেন্টের উল্লম্ব উপাদান এর গুনফলকে রিয়্যাক্টিভ পাওয়ার বলে।
৭/ রিয়্যাক্টিভ পাওয়ার এর একক কী ?
উত্তরঃ ভার (VAR) বা কিলোভার (KVAR) ।
৮/ বিশুদ্ধ ইন্ডাক্টর বা ক্যাপাসিটরে প্রকৃত পাওয়ার এর কী অবস্থা হয় ?
উত্তরঃ কোন পাওয়ার অপচয় হবে না ।
৯/ বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার গ্রহন কী হয়?
উত্তরঃ পাওয়ার গ্রহন শূণ্য হয় ।
১০/ KVA কে রেক্ট্যাংগুলার ফরমে প্রকাশ কর ।
উত্তরঃ KVA = KW + JKVAR .
১১/ সক্রিয় পাওয়ার এর সমীকরণ কী ?
উত্তঃ Pr = VI sinθ.
১২/ প্রকৃত পাওয়ার সমীকরণ কী ?
উত্তরঃ P = VI cosθ.
১৩/ ল্যাগিং ও লিডিং পাওয়ার ফ্যাক্টর কখন হয় ?
উত্তরঃ ইন্ডাক্টিভ সার্কিটে যেখানে কারেন্ট ভোল্টেজের পশ্চাদগামী (পেছন দিকে), সেখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। এবং ক্যাপাসিটিভ সার্কিটে যেখানে কারেন্ট ভোল্টেজের অগ্রগামী (সামনের দিকে) হয়, সেখানে পাওয়ার ফ্যাক্টর লীডিং হয়।
১৪/ আপাত পাওয়ার কাকে বলে?
উত্তরঃ ভোল্টেজ এবং কারেন্টের গুনফলকে আপাত পাওয়ার বলে। এর প্রতীক Pa এবং একক ভোল্ট অ্যাম্পিয়ার (VA) অথবা কিলোভোল্ট অ্যাম্পিয়ার (KVA).
১৫/ বিশুদ্ধ ইন্ডাক্টর অথবা বিশুদ্ধ ক্যাপাসিটরে কোন প্রকৃত পাওয়ার অপচয় হয় না কেন?
উত্তরঃ কারন সাইকেলের অর্ধাংশ উৎস হতে গ্রৃহীত সকল পাওয়ার সাইকেলের পরবর্তী অর্ধাংশ উৎসে ফিরে যায়। এটা সার্কিটে প্রয়োজনীয় কোন কাজই সমাধান করে না।
১৬/ পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? এর একক আছে কী ?
উত্তরঃ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যে অবস্থিত একটি কোন থাকে, যার মান ± 90 ডিগ্রির মধ্যে অবস্থিত। এই কোণের কোসাইন অর্থাৎ cosθ ই হল পাওয়ার ফ্যাক্টর। এর কোন একক নেই।
১৭/ পাওয়ার ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ গড়, আপাত এবং সক্রিয় পাওয়ারের সাথে সংযুক্ত সমীকরণগুলো একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়। এই ত্রিভুজকে পাওয়ার ত্রিভুজ বলে।
© Md Akramuzzaman

No comments:

Post a Comment