Friday, October 26, 2018

interview -6

1) Purging বলতে কী বোঝায়।
উত্তরঃ ইঞ্জিনের Intake Manifold এ জমাকৃত বাতাস বের করে উহাকে fuel দ্বারা পূর্ণ করার পদ্ধতিকে Purging বলে।

2) কমপ্রেশন প্রেসার কম হওয়ার কয়েকটি কারণ কি কি ?
উত্তরঃ কারণসমুহ- Valve Seats Pitted, Valve Deformity, Blown Head Gaskets, Extensive Piston Ring and Cylinder Wear.

3) বিয়ারিং ক্লিয়ারেন্স কাকে বলে?
উত্তরঃ Crankshaft এর Main Journal এর আউটার ডায়ামিটার এবং Bearing Shell এর ইনার ডায়ামিটারের পার্থক্যের অর্ধেক কে Bearing Clearance বলে।

4) প্রাইমিং বা পৃলুব কাকে বলে?
উত্তরঃ ইঞ্জিন চালানোর পুর্বে উহার বিভিন্ন যন্ত্রাংশকে (Bearing, Valve Mechanism) Lubrication করার পদ্ধতিকে Priming/Pre_lube বলে। এতে Moving Parts এর Sticky ও ঘর্ষণ জনিত ক্ষয়রোধ হয়।

6) অয়েল স্ক্রেপার রিং এর কাজ কী?
উত্তরঃ সিলিন্ডার ওয়াল হতে অতিরিক্ত Lube Oil কে Scrapping করে Crankcase এ ফেরত পাঠানোর কাজে Oil Scrapper Ring or Oil Control Ring ব্যবহার করা হয়।

7) লুব অয়েল সিস্টেমের কয়েকটি উদ্দেশ্য কি কি ?
উত্তরঃ Lubricating, Cooling, Cleaning, Sealing and Noise Reducing.

8)এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমুহ কি কি?
উত্তরঃ সিলিন্ডারে পরিস্কার ও ঠান্ডা বাতাস সরবরাহ করা, চাপ প্রয়োগে বাতাস সরবরাহ করা, সংশ্লিষ্ট যন্ত্রাংশ ঠান্ডা করা, শব্দ কমানো এবং অবশিষ্ট পোড়া গ্যাস বের করে দেওয়া।

9) ব্লো বাই বলতে কী বোঝায়?
উত্তরঃ লাইনার অথবা পিস্টন রিং ক্ষয়প্রাপ্ত হওয়ায় Combustion Chamber হতে Compression Leak বা Exhaust Gas Leak হয়ে সাম্পে প্রবেশ করলে তাকে Blow By বলে।

No comments:

Post a Comment