Sunday, October 21, 2018

ভাইবায় যে ধরনের প্রশ্ন থাকে প্রাইভেট জবে_____

1) RPM কি_____
Ans__Revolutions per minute একটি motor এর Rotor প্রতি মিনিটে কত পাক ঘুরবে কিন্তু জেনারেটরের ক্ষেত্রে fly wheel কত পাক ঘুরবে সেটাই RPM.

2) সিনক্রুনাইজিং কি_______
Ans__সার্কিটের load বৃদ্ধি পেলে একটি alternator দ্বারা চাহিদা পূরন করা সম্ভব নয়।এমন অবস্থায় দুই বা ততোধিক alternator কে নিদ্রিস্ট শর্তসাপেক্ষ্যে parallel oppression এ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে অতিরিক্ত load এর চাহিদা পূরন করাই সিনক্রনাইজিং।

3)AVR কি। কিভাবে কাজ করে_____
Ans__ ভোল্টেজ রেগুলেটর এমন একটি program able/device সার্কিট যার মাধ্যমে আউটপুট ভোল্টেজ কে সবসময় স্থির রাখা যায়। অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর এর ইনপুটে ভোল্টেজের কমা-বাড়ায় ও আউটপুট ভোল্ট স্থির থাকে।

কিভাবে কাজ করে____
PMG stater.
PMG rotor.
Excitor rotor.
Excitor stater.
Rectifire assembly.
PT& CT এর সমম্নয়ে AVR কাজ করে ।

4) Relay কাকে বলে এবং কত প্রকার ও কাজ কি___
Ans__এটি এক প্রকার ইলেকট্রো ম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় যন্ত্র বিশেষ। সাধারণ ভাবে যদি বুঝতে চাই তা হলে একে এমন ভাবে চিন্তা করা যেতে পারে- ছোট একটা সুইচ দিয়ে যখন আমরা একটা বাতি কে জ্বালাই তখন তার জন্য আমাদের সুইচে হাত দিয়ে তাকে অফ বা অন করতে হয়। অর্থাৎ কোনো বাহ্যিক একটা শক্তি লাগে সুইচ কে অন-অফ করতে। ঠিক তেমনি ভাবেই, কোনো রীলে কেও অন বা অফ করতে এমনি বাহ্যিক শক্তি লাগে, তবে এ ক্ষেত্রে শক্তিটি বিদ্যুত চুম্বকীয় শক্তি। অর্থাৎ, এতে একটা কয়েল বা অস্থায়ী বৈদ্যুতিক চুম্বক থাকে যার মধ্যে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুত সরবরাহ করলে তা সুইচটিকে অন/অফ করতে পারে। কাজেই এর মধ্যে প্রধানত ২টি অংশ থাকে প্রধানত দুই অংশ থাকে ।সুইচিং অংশ ও বিদ্যুত চুম্বকীয় অংশ।

বাজারে প্রচলিত রীলে প্রধানত 3 প্রকার____
SPST – Single pole single throw
SPDT – Single pole double throw
DPDT – Double pole double throw

5 ) Ignation module/EISM কি ও কি কি কাজ করে____

Ans__IGNATION MOUDLE/EISM-(ELECTRONIC IGNATION SYSTEM MODULE) গ্যাস ইন্জিনের হার্ট বলা হয় । যা ডিস্ট্রিবিউটার ন্যায় কাজ করে ।মুলূত ট্রানজিস্টর,ডায়াক,ট্রায়াক, কয়েল,ক্যাপাসিটর  ইত্যাদির এর সমম্নয়ে গঠিত ।কুলিং অনুযায়ি দুই প্রকার । 1) ওটার কুলিং টাইপ । 2) ড্রাই টাইপ। এর ইনপুট voltage 24DAC. শুধু মাত্র আউট পুট ইগনেশন কয়েল এর জন্য 220 DAC আর বাকি গুলোর আউট পুট 50 milivolt থেকে 12 volt DAC হয়ে থাকে । এই device এ আর্থিং থাকা জরুরি কারন প্রচুর হারমনিক current উৎপন্ন হয়।

কি কি কাজ করে_______
1) Detonation Sensor.
2) EIS Control Module.
3) Engine Speed/Timing Sensor.
4) Ignation Harness.
5) Manifold Sensor/Pressure Sensor.
6) Sensor Harnesses.
7) Transforms/Spark plugs.

EIS কাজ____
1) Spark Voltage.
2) Spark Duration.
3) Ignation Timing.

6)Actuator এর কাজ কি_____
Ans__plate 360° গোলাকার বা butterfly valve/mechanical assembly কে একটি motor দ্বারা কাজ করাই এটাই তার কাজ।

No comments:

Post a Comment