Saturday, October 27, 2018

Transformer

প্রত্যেকটি ট্রান্সফরমারে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এবং লো ভোল্টেজ ওয়াইন্ডিং থাকে। থ্রি ফেজ ট্রান্সফরমারে এইচভি ও এলভি সাইডে যথাক্রমে তিনটি করে ওয়াইন্ডিং থাকে। প্রত্যেকটি ওয়াইন্ডিং এর দুটি করে প্রান্ত যেমন প্রথম প্রান্ত ও শেষ প্রান্ত থাকে।
আমাদের দেশে জেনারেটিং স্টেশনে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তা Star-Delta সংযুক্ত এবং বিতরণ ব্যবস্থায় যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তা Delta-Star এ সংযুক্ত। কারণ, থ্রিফেজ সিস্টেমে স্টার সংযোগে পাওয়ার উৎপাদন সাশ্রয়ী (ডেল্টার তুলনায় স্টার সংযোগে ১/√৩ গুন বেশি power জেনারেট করা যায়)।
ট্রান্সফরমারের এইচভি ওয়াইন্ডিং এবং এলভি ওয়াইন্ডিং এ Star-Delta কিংবা Delta-Star সংযোগ পদ্ধতি ব্যবহারের কারণে একটি কৌণিক ব্যবধান তৈরি হয়। একে ফেজ শিফট বলে।
ওয়াইন্ডিং সমূহের ইন্টারনাল কানেকশন এবং ফেজ শিফট নির্দেশ করার জন্য ট্রান্সফরমার, মোটর কিংবা জেনারেটর এর নেম প্লেটে একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন, জেনারেটিং ট্রান্সফরমার এর জন্য YNd1 or YNd11 এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এর জন্য Dyn1 or Dyn11 । এই সাংকেতিক চিহ্নকে ভেক্টর গ্রুপ বলে। যার মাধ্যমে বোঝা যায়, ওয়াইন্ডিং এর ভিতরের টার্মিনাল গুলো কিভাবে সংযুক্ত। প্রাইমারি এবং সেকেন্ডারী ওয়াইন্ডিং এর ভোল্টেজের মধ্যে ফেজ শিফট কত। ল্যাগিং নাকি লিডিং।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। কারণ, দুইটি আলাদা ভেক্টর গ্রুপের ট্রান্সফরমার কিংবা জেনারেটরকে প্যারালাল অপারেশন করলে সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে। ফলে মেশিন বার্ন হতে পারে।

No comments:

Post a Comment