ভাগ্যের পরিবর্তন করতে চান???
" আগে পরিশ্রম করে নিজেকে পরিবর্তন করুন"
নিশ্চয়ই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন
চাকরি পেতে প্রয়োজন মামা,কাকু,বা অবিজ্ঞতার সনদ যার একটাও আপনার কাছে নেই!!!
তাই বলেকি আপনার চাকরি হবেনা???
আপনি যদি আমার মতো দরিদ্র পরিবারের সন্তান হয়ে থাকেন তবে যে কোন একটি "চাকরি/কর্ম/আয়ের উৎস" আপনার জন্য খুবই জরুরি।
তাই বলে আমিও থেমে নেই ,এবার চাকরি+অবিজ্ঞতা পাওয়ার জন্য পরিশ্রমি ও ডিপ্লোমায় খুব খারাপ রেজাল্ট করা ব্যাক্তিদের জন্য কিছু পরামর্শ রইলো খারাপ রেজাল্ট কথাটাই এইজন্য বলছি কেননা তারা সরকারি চাকরির জন্য চেষ্টা করবে না অযথা সময় নষ্ট করবে না
***এক বছরের জন্য আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লুকিয়ে রেখে কামলা হিসেবে আত্নপ্রকাশ করুন
এবার কিছু প্রাকটিকাল কাজ শেখার জন্য মরিয়া হয়ে উঠুন আর দেখুন এই কাজগুলি কে বা কাহারা কোথায় শিখায় তাদের সাথে এঙ্গেজ হন যেভাবে পারেন সেভাবেই করেন
ঠিকই এভাবে শুরু করবেন
*প্যারালাল সার্কিট।
*কলিংবেল এবং ইন্ডিকেটর
এর সাহায্যে একাদিক রুম মনিটরিং করার কৌশল।*টিউব লাইট কানেকশন।*এনার্জি মিটার কানেকশন।*মেইন সুইচ কানেকশন।*ক্যাবল সিলেকশন।
*প্রটেকটিভ ডিভাইচ/MCB সিলেকশন করার কৌশল।
#সিংঙ্গেল
ফেজ মটর।
*ক্যাপাসিটর রান মটর
*ক্যাপাসিটর স্টাট
রান মটর
*ক্যাপাসিটর স্টাট মটর
উক্ত
মটর গুলি কানেকশন ও মটরের ভাল মন্দ নির্নয় করার কৌশল।
#থ্রিফেজ মটর।
*থ্রিফেজ মটর ভাল মন্দ
নির্নয়ের কৌশল।
*মটরের স্টার
কানেকশন।
*মটরের ডেল্টা
কানেকশন।
*মটরের স্টার টু ডেল্টা পাওয়ার কানেকশন।
*ট্রান্সফরমা এর ভাল মন্দ
নির্নয়।
#ইন্ডাষ্ট্রিয়াল ওয়্যারিং।
*MCB,MCCB কানেকশন।
*থ্রিফেজ ও সিংঙ্গেল ফেজ ব্যাবহার করার কৌশল।
#কন্ট্রোলিং সিস্টেম।
*DOL
*F and R
*vfd/ইনভাটার।
*সোলার সিস্টেম ওয়ারিং।
*IPS ওয়ারিং।
*star to delta
*SSR
*টেম্পারেচার কন্ট্রোলার*ফটোসেন্সর
*রিলে
*টাইমার
*লিমিট সুইচ
*প্রক্সমেটিক সুইচ
*সেন্ট্রিফিগাল সুইচ
*মটরের র্যান্ডম সিস্টেম।
সহ সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ মোটর রিওয়েন্ডিং করার উপর দক্ষ হলে আরো ভালো হবে
এবারABC ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন
আবেদন করলে সেখানে কিছু নিয়ম থাকবে সে নিয়মগুলো technical কাজের মাধ্যমে টেকনিক দিয়ে ফরম পূরণ করতে হবে
চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান একজন টেকনিশিয়ান পদে আবেদন করুন ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে
টেকনিশিয়ান পদে এক বছর কিংবা তারও বেশি সময় কর্মরত থাকা অবস্থায় suitable চাকরির জন্য বিভিন্ন জায়গায় সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করুন
যদি কারও সামান্য উপকারে আসে তবে লেখাটা সার্থক
এবার প্রশ্ন উপরের লেখাগুলি আমরা কেন ফলো করবো???
আসুন ছোট্ট একটি লাইভ দেখি
No comments:
Post a Comment