Friday, October 19, 2018

পরিক্ষা হয়ে যাক ? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ধন্যবাদ সবাইকে।


১/ বৈদ্যুতিক ইস্ত্রি, টোস্টার অথবা হিটারে ব্যবহৃত হিটিং এলিমেন্ট-
(ক) নিকেল তারের
(খ) ক্রোমিয়াম তারের
(গ) টাংস্টেন তারের
(ঘ) নাইক্রোম তারের
২/ কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না ?
(ক) দৈর্ঘে্র উপর
(খ) প্রস্থচ্ছেদের উপর
(গ) তাপমাত্রার উপর
(ঘ) বিভব পার্থক্যের উপর
৩/ রেজিস্টিভিটি নির্ণয় করতে হয়-
(ক) PA/L
(খ) RL/A
(গ) RA/L
(ঘ) PL/A
৪/ পাওয়ারের একক-
(ক) ওয়াট সেকেন্ড
(খ) ওয়াট
(গ) ওয়াট-ঘন্টা
(ঘ) ভোল্ট-অ্যাম্পিয়ার
৫/ তাপীয় শক্তির একক-
(ক) জুলস/সেকেন্ড
(খ) ওয়াট-সেকেন্ড
(গ) কিলোওয়াট/ঘন্টা
(ঘ) ক্যালোরি
৬/ এক ক্যালরি সমান-
(ক) 4.618 জুল
(খ) 4.186 জুল
(গ) 4.184 জুল
(ঘ) 4.816 জুল
৭/ এক অশ্বশক্তি সমান-
(ক) 746 জুল-সেকেন্ড
(খ) 746 জুল
(গ) 764 ওয়াট
(ঘ) 746 ওয়াট
৮/ ক্যাপাসিটর ডাই-ইলেকট্রিকের ভেতর ---- চাপের সাহায্যে শক্তি সঞ্চয় করে রাখে।
(ক) ডাইনামিক
(খ) ইলেকট্রোস্ট্যাটিক
(গ) ইলেকট্রো ম্যাগনেটিক
(ঘ) ইলেকট্রোলাইটিক
৯/ ক্যাপাসিট্যান্স নির্ণয় করা হয়-
(ক) C = V/Q
(খ) C = Qt/V
(গ) C = Q/V
(ঘ) C = QV
১০/ ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের একক হল-
(ক) মাইক্রো-অ্যাম্পিয়ার
(খ) মিলি-ওহম
(গ) হেনরি
(ঘ) ফ্যারাড
১১/ ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে একই থাকে-
(ক) ভোল্টেজ
(খ) এনার্জিলস
(গ) চার্জ
(ঘ) ক্যাপাসিটি
১২/ ম্যাগনেটিক ফ্লাক্সের একক-
(ক) ওয়েবার/ মিটার
(খ) অ্যাম্পিয়ার টার্ন
(গ) নিউটন/ওয়েবার
(ঘ) ওয়েবার
১৩/ ফ্লেমিং এর বাম হস্ত বিধি প্রয়োগ করা হয় –
(ক) জেনারেটরের ক্ষেত্রে
(খ) মোটরের ক্ষেত্রে
(গ) ট্রান্সফরমারের ক্ষেত্রে
(ঘ) কনভার্টারের ক্ষেত্রে
১৪/ একটি সেমিকন্ডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
(ক) বৃদ্ধি পায়
(খ) হ্রাস পায়
(গ) স্থির থাকে
(ঘ) স্থির থাকে না
১৫/ কোনটি পরিবাহী পদার্থ নয়?
(ক) তামা
(খ) অ্যালুমিনিয়াম
(গ) টাংস্টেন
(ঘ) সিলিকন
© Md Akramuzzaman
বি:দ্র: উত্তরপত্র রাত ৮ টায় কমেন্টে জানিয়ে দেওয়া হবে।

No comments:

Post a Comment