১। বাসবার সেকশনালাইজড করা হয় কেন?
একটি সিস্টেমে কোন অংশে ত্রুটি হলে বা
মেরামতের প্রয়োজন দেখা দিলে যাতে শুধু
ত্রুটিজুক্ত অংশটিকে আলাদা করে দেয়া যায় এবং
সমগ্র বাসবার সিস্টেম বন্ধ না করে ত্রুটিমুক্ত অংশ
চালু রাখা যায় সেজন্য বাসবার সেকশনালাইজড করা হয় ।
২। শতকরা রিয়াক্ট্যান্স কাকে বলে?
কোন সার্কিটে ফুল-লোড কারেন্ট প্রবাহিত
হওয়ার সময় মোট ফেজ ভোল্টেজ ড্রপের
শতকরা হারকে শতকরা রিয়াক্ট্যান্স বলে। শতকরা
রিয়াক্ট্যান্স, %X IFL Xohm/VPH )x100
৩। কি কি পদ্ধতিতে শর্ট সার্কিট কারেন্ট নির্ধারণ করা
হয়?
তিন পদ্ধতি- ১) ওহমিক পদ্ধতি ২) পার ইউনিট পদ্ধতি ৩)
শতকরা রিয়াক্ট্যান্স পদ্ধতি।
৪। পার ইউনিট পদ্ধতি কি?
সোর্স হতে ত্রুটিপূর্ণ স্থান পর্যন্ত প্রতিটি মেশিন
বা ডিভাইসের (জেনারেটর, ট্রান্সফরমার, লাইন,
রিয়াক্টর, ফিডার ইত্যাদির) পার ইউনিট পদ্ধতিতে
ইম্পিডেন্স (Z) বের করতে হয়। এ সময় ঐ ডিভাইস
সমুহের সমতুল্য ইম্পিডেন্স সিরিজ/প্যারালেল/
সিরিজ-প্যারালেলে (কানেকশন অনুযায়ী) বের
করে কোন জানা কেভিএ এর অনুপাতে রূপান্তরিত
করতে হয়। রূপান্তরিত পার ইউনিট ইম্পিডেন্স হবে-
Zpu = Zpux(KVAbase/KVArated)
৫। কারেন্ট লিমিটিং রিয়াক্টর কি? কেন ব্যবহার করা হয়?
কারেন্ট লিমিটিং রিয়াক্টর বা বিদ্যুৎ সীমিত করন রিয়াক্টর
যথেষ্ট ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স বিশিষ্ট এক ধরনের
ইন্ডাকটিভ কয়েল। শর্ট সার্কিট অবস্থায় কারেন্টের
পরিমাণকে সীমিত রেখে ফল্ট কারেন্টের
বিপদমাত্রা নিরাপদ সীমায় নিয়ে আসার জন্য এই
রিয়াক্টর লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয়।
৬। ফিউজের ফিউজিং ফ্যাক্টর কি?
ফিউজের মিনিমাম ফিউজিং কারেন্ট এবং কারেন্ট রেটিং
অব ফিউজ এর অনুপাতকে ফিউজের ফিউজিং ফ্যাক্টর
বলে। এর মান ১ এর চেয়ে বেশি হয়।
৭। মিনিয়েচার সার্কিট ব্রেকার কাকে বলে?
মিনিয়েচার শব্দের আভিধানিক অর্থ হল ক্ষুদ্রাকার।
যে সার্কিট ব্রেকার অল্প কারেন্টে কাজ করে
এবং আকারের দিক দিয়েও ছোট এই ধরনের
সার্কিট ব্রেকারগুলোকে মিনিয়েচার সার্কিট
ব্রেকার কাকে বলে।
৮। সার্কিট ব্রেকারের রেটিং কি? রেটিং কি কি?
যে স্পেসিফিকেশন হতে সার্কিট ব্রেকারের
গুণগত, মানগত, কার্জগত বিভিন্ন দিক জানা তাকে সার্কিট
ব্রেকারের রেটিং বলে।সার্কিট ব্রেকারের
রেটিংগুলো তিন ধরনের হয়ে থাকে- ১) ব্রেকিং
ক্যাপাসিটি ২) মেকিং ক্যাপাসিটি ৩) শর্ট টাইম ক্যাপাসিটি
৯। সার্কিট ব্রেকার মাউন্টিংস কি?
সার্কিট ব্রেকার এবং এর আনুষঙ্গিক সাহায্যকারী
যন্ত্রপাতিগুলো যে ফ্রেম বা স্ট্রাকচারের মাঝে
স্থাপন করা হয় তাকে সার্কিট ব্রেকার মাউন্টিংস বলে।
১০। আর্ক কি? আর্ক ভোল্টেজ কি?
আর্ক হল এক ধরনের ইলেক্ট্রিক ডিসচার্জ যা দুটি
ইলেক্ট্রডের মধ্যে সৃষ্টি হয় ও ক্ষুদ্র স্ফুলিঙ্গ
দেখা দেয়।
আর্কিং পিরিয়ডে সার্কিট ব্রেকারের কন্ট্যাকদ্বয়ের
আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যায়, তাকে
আর্ক ভোল্টেজ বলে।
১১। এয়ার সার্কিট ব্রেকার কাকে বলে?
যে সার্কিট ব্রেকারে আর্ক নির্বাপণ এবং অপারেটিং
স্বাভাবিক বায়ুমণ্ডলের বাতাসের চাপে করা হয় তাকে
এয়ার সার্কিট ব্রেকার কাকে বলে।
১২। সার্কিট ব্রেকারের রিস্ট্রাইকিং ভোল্টেজ
কাকে বলে?
আর্ক পিরিয়ডে প্রায় কারেন্ট শুন্য অবস্থায় সার্কিট
ব্রেকারের কন্ট্যাক্টস এর মাঝে যে ট্রানজিয়েট
ভোল্টেজের সৃষ্টি হয় তাকে রিস্ট্রাইকিং
ভোল্টেজ বলে।
MCB – Miniature Circuit Breaker.
MCCB – Moulded Case Circuit Breaker.
HRC – High Rupturing Capacity.
ELCB – Earth Leakage Circuit Breaker
ACB – Air Circuit Breaker
Saturday, October 27, 2018
Interview -7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment