VFD ---- Variable Frequency Drive
VFD/Inverter এর নাম শুনলেই নতুন EEE স্টুডেন্টসদের মনে অনেকগুলো প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠে??
১. VFD টা আসলেই কি??
২. VFD কে কেন Inverter ও বলা হয়??
৩. VFD ব্যাবহার করা হয় কেন?
৪. VFD কিভাবে অপারেশন সম্পন্ন করে??
৫. VFD দিয়ে কিভাবে কাজ করতে হয়??
আমার স্বল্প জ্ঞান থেকে অল্প কিছু শেয়ার করার চেষ্টা করলাম।
♦VFD কি??---- এটা এমন একটা ডিভাইস যা একটি AC Drive বা Induction Motor এর ইনপুটের Frequency এবং voltage এরভ্যারিয়েশন করে মোটরের স্পীড কন্ট্রোল করতে পারে। এবং মোটরকে প্রোটেকশনও দিতে পারে।
♦কেন VFD কে Inverter ও বলা হয়?
DC কে যখন AC রুপান্তর করা হল Inverter.
আর AC কে DC করা হল Converter.
DC to AC = Inverter
AC to DC = Converter
VFD তার অপারেশন কমপ্লেট করতে প্রথমে AC কে DC তে কনভার্ট করে এবং পরবর্তীতে DC কে 3 phase AC রুপান্তর করে। অতএব VFD কে Inverter বললে ভুল হবেনা।
VFD = Converter + Inverter
♦কেন VFD ব্যাবহার করা হয়??
VFD এর অনেকগুলো সুবিধা আছে
১. আপনি যদি আপনার মোটরের স্পীড ভেরিয়েশন করতে যেমন আপনি চান আপনার মোটর যখন স্টার্ট হবে তখন এটা কম RPM ঘুরবে এবং ধীরে ধীরে রেটেড স্পীডে পৌছোবে সেই কাজটা VFD সুন্দর করে করে দিতে পারবে ফ্রিকুয়েন্সি ভেরিয়েশন করে।
২. আপনার বাসার সিঙ্গেল ফেজ লাইন দিয়ে যদি আপনি 3 phase motor চালাতে চান সেটাও VFD করে দিতে পারে।
৩. VFD দ্বারা মোটরকে প্রয়োজন অনুযায়ী ফরওয়ার্ড বা রিভার্সে। স্টার -ডেল্টায় চালাতে পারবেন।
৪. আর মোটরকে প্রোটেকশনের জন্য VFD ব্রেকিং রেজিস্টর এর মত প্রোটেকটিভ সিস্টেম হাতে রাখে।
এছাড়াও অনেক সুবিধা রয়েছে VFD ব্যাবহারে।
♦VFD operation :-
১. সর্বপ্রথমই আসে ইনপুটের কথা। ইনপুটে সাপ্লাই দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে vfd এর ইনপুটে আপনি single phase বা 3 phase সাপ্লাই যাই দেননা কেন vfd তার আউটপুটে 3 phase ই সাপ্লাই দিবে। অর্থ্যাৎ প্রথমে সাপ্লাই পেলে vfd পরবর্তী কাজ করবে।
২. এই ধাপে vfd ইনপুটের AC সাপ্লাইকে রেকটিফায়ারের মাধ্যমে DC তে কনভার্ট করবে।
৩. এই ধাপে vfd এর কন্ট্রোলিং সার্কিট
IGBT ( Insulated Gate Bipoler Transistor) এর গেটে পাল্স প্রেরন করে। এই পালসের ওপরই ফ্রিকুয়েন্সির ভেরিয়েশন নির্ভর করে। কি পরিমান ফ্রিকুয়েন্সি ইউজার চায় সেই অনুযায়ী কন্ট্রোল সার্কিট IGBT এর গেটে নির্দিষ্ট সময়ে পাল্স এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে। 3 phase এর জন্য ৬ টা igbt থাকে। এইধাপেই DC কে পুনরায় AC রুপান্তরিত করে vfd এর আউটপুটে প্রেরন করে।
প্রশ্ম হতে পারে কেন প্রথমে AC কে DC আবার DC কে AC করার কি প্রয়োজন ??
আসলে AC সরাসরি ফ্রিকুয়েন্সি পরিবর্তন করা যায়না। একে ডিসিতে নিয়েই ফ্রিকুয়েন্সি পরিবর্তন করতে হয়।
Saturday, October 27, 2018
VFD
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment