১.সিস্টেম লস কয়টি?
-দুটি, কারিগরি ও অকারগরি সিস্টেম লস।
২.সবচেয়ে ভালো অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টরের মানে কি?
-পাওয়ার ফ্যাক্টরের এমন একটা মান যে অবস্থায় থাকলে একটা বছরে সর্বোচ্চ সাশ্রয় বাড়ে।
৩. পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে কি হয়?
-ট্রান্সমিশন লাইনের তাপ বেড়ে যায়, কপার লস বেড়ে যায়, ব্যবহৃত বৈদ্যুতিক মেশিন গরম হয়ে যায়, কারেন্ট বেশি প্রবাহিত হয়, আউটপুট কম পাওয়া যায়।
৪. কনজাম্পশন লস কি?
-একজন গ্রাহক কি পরিমান বিদ্যুৎ ব্যবহার করছে সেটা তার মিটারে দেখা যায়, একে কনজাম্পশন লস বলে।
৫. সিস্টেম লস কি?
-বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের বাসা পর্যন্ত আসতে বিদ্যুতের যেসব লস হয় তাকে সিস্টেম লস বলে।
৬. বিলিং লস কি?
-বিদ্যুতের মিটারের রিডিং এবং যে মিটার দেখে তার রিডিং যদি একই না হয়, অর্থাৎ মিটার রিডার যদি কমিয়ে লেখে সেই বিলটা তখন এটাকে বিলিং লস বলে।
৭. অকারগরি লস কোথায় বেশি দেখা যায়?
-বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, স্কুল-কলেজে, শপিং মলে, বাসা-বাড়িতে, গার্মেন্টসে।
৮. পরিবহন লস কিভাবে কমানো যায়?
-পরিবাহী তারের রেজিস্টেন্স কমিয়ে এবং ভোল্টেজের পরিমান বাড়িয়ে।
৯. কারিগরি সিস্টেম লস কি কি?
-যন্ত্রপাতির লস, পরিবহন জনিত লস, বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহার জনিত লস।
১০. কালেকশন লস কি?
-বিল আদায় না করে কিংবা অসৎ উপায়ে বিলের টাকা কমিয়ে ফেলাটা হচ্ছে কালেকশন লস
Saturday, October 27, 2018
কিছু গুরুপ্তপূর্ণ প্রশ্নোত্তর-০১
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment