Subject: সাব-স্টেশন(Sub-Station)
১.সাব-স্টেশন বা উপকেন্দ্র কাকে বলে?
.
.
উওরঃ.বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় উপকেন্দ্র এমন সরঞ্জামাদির ব্যবস্থাপনা, যা বিভিন্ন বৈশিষ্ট্য যেমন-ভোল্ট,এসি হতে ডিসি,ফ্রিকুয়েন্সি,পাওয়ার ফ্যাক্টর প্রভৃতির পরিবর্তনে করে থাকে,এ ধরণের উপকেন্দ্রকে সাব-স্টেশন বলে।
.
.
২.সাব-স্টেশনের কাজ কী?
.
.
উওরঃবিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জামাদির সমাবেশ ঘটিয়ে এক বা একাধিক ফিডার সাহায্যে উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ শক্তি গ্রহণ করে ট্রান্সফারমারের সাহায্যে বিভিন্ন মানের সরবরাহ ভোল্টেজে রূপান্তর করে গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া হল সাব-স্টেশনের কাজ।
.
.
৩.সাব-স্টেশনে কী কী ধরণের ইনসুলেটর ব্যবহৃত হয়?
.
.
উওরঃ-
i.সাসপেনশন টাইপ,
ii.পোস্ট টাইপ,
iii.পিন টাইপ,
iv.স্ট্রেইন টাইপ,
.
.
৪.সাব-স্টেশনের প্রধান দুটি উপাদানের নাম লিখ।
.
.
উওরঃ
i.পাওয়ার ট্রান্সফারমার
ii.সার্কিট ব্রেকার
.
.
৫.প্যানেল বোর্ডর কাজ কী?
.
.
উওরঃসাব-স্টেশনে ব্যবহৃত ডিভাইসসমূহ ও যন্ত্রপাতিকে স্বয়ংক্রিয়ভাবে এবং কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ এর জন্য এ বোর্ডে বিভিন্ন প্রকার মিটারসমূহ,যেমন-ভোল্টমিটার,পাওয়ার ফ্যাক্টর মিটার স্থাপন কার হয়।
.
.
৬. একটি সাব-স্টেশনের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।
.
.
উওরঃ
i.লোড সেন্টার।
ii.ইনকামিং এবং আউটগোয়িং লাইন ভোল্টেজ
iii.নিরাপদ ব্যবস্থাপনা
iv.মোট এমভিএ সাপ্লাই
v.গ্রাহকের প্রকৃতি
vi.স্থানের পর্যাপ্ততা
vii.বিশ্বস্ত ব্যবস্থাপনা
viii.পরিচালনা এবং নিয়ন্ত্রণ
ix.স্থাপন খরচ
.
.
৭.ইনডোর সাব-স্টেশন কাকে বলে?
.
.
উওরঃউপকেন্দ্রে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জামসমূহ কোন শেড বা বিল্ডিং এর মধ্যে স্থাপন করা হয় তাকে ইনডোর সাব-স্টেশন বলে।
.
.
৮.আউটডোর সাব-স্টেশন কাকে বলে?
.
.
উওরঃউপকেন্দ্রে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জামসমূহ একটি খোলা জায়গা অর্থাৎ মুক্ত আকাশের নিচে স্থাপন করা হলে তাকে আউটডোর সাব-স্টেশন বলে।
Saturday, October 27, 2018
Sub-Station
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment