১/ সাবস্টেশন বা উপকেন্দ্র বলতে কী বুঝায় ?
উত্তরঃ যে কেন্দ্রের মাধ্যমে ভোল্টেজকে স্টেপ আপ বা ডাউন করা হয়, তাকে উপকেন্দ্র বলে।
২/ সাবস্টেশনের শ্রেণিবিভাগ দেখাও।
উত্তরঃ (ক) ট্রান্সমিশন সাবস্টেশন (খ) সেকেন্ডারি সাবস্টেশন (গ) ডিস্ট্রিবিউশন সাবস্টেশন (ঘ) ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন (ঙ) সুইচিং সাবস্টেশন।
৩/ পোল মাউন্টেড সাবস্টেশন অধিক ব্যবহারের কারন কী ?
উত্তরঃ সহজেই ব্যবহার করা যায় ও ব্যয় কম।
৪/ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন বলতে কী বুঝায়?
উত্তরঃ সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন হতে গৃহীত বিদ্যুৎকে স্টেপ ডাউন করে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইনে প্রেরণ করার কেন্দ্রকে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন বলে।
৫/ H টাইপ পোল কোথায় ব্যবহৃত হয় ?
উত্তরঃ পোল মাউন্টেড সাব স্টেশনে H টাইপ পোল ব্যবহৃত হয়।
৬/ সাব-স্টেশনে কী কী ইন্সুলেটর ব্যবহৃত হয়?
উত্তরঃ পোস্ট টাইপ, বুশিং টাইপ, সাসপেনশন ও স্ট্রেইন টাইপ ডিস্ক ইন্সুলেটর ব্যবহৃত হয়।
৭/ প্যানেল বোর্ড কী ?
উত্তরঃ যে বোর্ডে সকল প্রকার বৈদ্যুতিক রাশি পরিমাপক যন্ত্র (যেমন- ভোল্টমিটার, অ্যামিটার ইত্যাদি) বসানো থাকে, তাকে প্যানেল বোর্ড বলে।
৮/ স্ট্রেইন ইন্সুলেটর কোথায় ব্যবহৃত হয় ?
উত্তরঃ (ক) HT লাইনের শুরুতে ও কৌণিক প্রান্তে, (খ) দীর্ঘ স্প্যানের ক্ষেত্রে, (গ) উচ্চ টার্নের ক্ষেত্রে (যেমন- নদী পারাপার)
© Md Akramuzzaman
Tuesday, October 16, 2018
interview -5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment