এটিই আমার প্রথম লেখা DSB তে। গুগল সার্চ টিপস নিয়ে লিখলাম আজকের প্রথম লেখা টা।
.
আমরা অনেক সময় কোনো কিছুর সমাধান, কোনো আর্টিকেল, কোনো কন্টেন্ট খুজতে গুগল সার্চ করি। আমরা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে গুগল এর সাথে বেশি পরিচিত, তবে অনেকেই জানিনা গুগলে কিভাবে সার্চ করলে আমরা কাঙ্ক্ষিত জিনিস টা পেতে পারি। অনেক সময় অনেকেই হতাশ হয়ে গুগল কে ইউজলেস মনে করে বসি, আসলে গুগল ইউজলেস না আমরাই এটার সঠিক ব্যবহার জানিনা এখনও।
.
আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে যেকোনো কিছুই বলেন না কেনো সেটি প্রতিষ্টিত হয় সর্বসাধারনের ব্যাবহার উপযোগী করে, সেহেতু আমাদের লজিক্যালী চিন্তা ভাবনা করতে হবে যা তা লিখে সার্চ করলে ফলাফল পেতে হাপায় ওঠা লাগবেই স্বাভাবিক।
.
আজকে বেসিক গুলো নিয়ে একটু আলোচনা করবো, সল্প পরিসরে। আশা করি সবার না হোক অন্তত যারা গুগল সার্চ এর নিয়ম গুলো জানে না তাদের জন্য একটু হলেও উপকার হবে, বেসিক টিপস গুলো দিলাম এখানে।
.
১. গুগলে শব্দের অর্থ বের করার নিয়ম:
যেমন: পানাসিয়া (panacea) অর্থ কি?
.
সমাধান:
গুগল সার্চে গিয়ে লিখুন (define: panacea)
.
ব্যস হয়ে গেল। এভাবে যেকোন শব্দের আগে define লিখে (:) কোলন দিয়ে এন্টার দিলেই ঐ শব্দের অর্থ পাওয়া যাবে।
.
২. উদ্ধৃতি অনুসন্ধান:
আপনি একটি উদ্ধৃতি বা কোট (Quote) হুবুহু জানতে চান এবং উদ্ধৃতিটি কার? তা জানতে চান কিন্তু সাধারণ উপায়ে গুগলে সার্চ দিলে তা নাও দেখাতে পারে।
.
সমাধান: যে উদ্ধৃতিটি দেখতে চান সেটি বা তার কাছাকাছি কোন বাক্য লিখতে শুরু করুন। আশা করা যায় বাকি অর্ধেক গুগলই লিখে দিবে। এরপর সেই বাক্যটি ইনভার্টেড কমা দিয়ে এন্টার চাপুন।
.
যেমনঃ “Go to heaven for the climate, hell for the company”
.
এটি লেখার সাথে সাথে মার্ক টোয়েনের নামসহ উদ্ধৃতিটির উৎস চলে এসেছে।
.
৩.বিকল্প বা সমার্থক শব্দ অনুসন্ধান:
আপনি কোন শব্দের বিকল্প বা সমার্থক শব্দ খুজতে চাচ্ছেন। হয়ত জানতে চাচ্ছেন “alternative energy” কি কি হতে পারে। কিন্তু আপনি যদি আরো জানতে চান তাহলে কিভাবে?
.
সমাধান: সার্চ বক্সে নির্দিষ্ট শব্দের আগে tild ‘~’ চিহ্নটি বসিয়ে দিন। যেমন নিচে লেখা হয়েছে
~alternative energy sources.
.
৪.কিছু বাদ দিয়ে কিভাবে গুগলে সার্চ করা যায়:
আপনি ঢাকার আবাসিক হোটেল অনুসন্ধান করছেন। কিন্তু গুলশানের হোটেলগুলো বাদে খোঁজ নিতে চান। কি করবেন?
.
সমাধান:
সার্চ বক্সে লিখুন Hotels in Dhaka -Gulshan.
তাহলে গুলশানে অবস্থিত হোটেলগুলো আর আসবে না।
.
৫.নির্দিষ্ট দামের পণ্য অনুসন্ধান:
ক্যামেরা বা স্মার্টফোন কেনার আগে ভাবছেন, কোন ব্র্যাণ্ডের কিনবেন, কত রেসুলোশনের, কত দামেরটা কিনবেন ইত্যাদি ইত্যাদি।যাচাই করতে চান?
.
সমাধান: প্রথমে ক্যামেরার নামটি লিখুন। তারপর দাম কত থেকে কত তা দিয়ে দিন।
যেমন: Nikon DSLR Camera $500–$1000.
.
(যদি অ্যামাজন বা ইবে থেকে কিনতে চান তাহলে ডলার সাইন ব্যবহার করুন) কিন্তু বাংলাদেশের দাম উল্লেখ করার সময় এভাবে লিখতে পারেন:
Nikon DSLR 30000 tk–60000 tk.
তাহলে ৩০০০০ হাজার থেকে ৬০০০০ হাজার টাকার মধ্যে যেসব ডিএসএলআর ক্যামেরা রয়েছে সেগুলো চলে আসবে।
.
অথবা যদি আপনি ৫০০০০ টাকার নিচের ক্যামেরা গুলো দেখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারেন।
Nikon DSLR camera under 50000tk
তখন ৫০০০০ টাকার নিচে নিকনের যেসব ক্যামেরা বিডি তে এভেইলেবল ওইগুলো সামনে এসে পড়বে।
.
৬.নির্দিষ্ট ওয়েবসাইটে অনুসন্ধান:
নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটি ভালো লেখা হাফিংটন পোস্টে পড়েছিলেন। সেই লেখাটি আর খুজে পাচ্ছেন না। উপায় কি?
.
সমাধান:
সার্চ বক্সে লিখুন
Site: huffingtonpost . com Nelson Mandela. এভাবে যেকোন নির্দিষ্ট ওয়েবসাইটের লেখা খুব সহজেই খুজে বের করা যায়।
.
৭.ফাইলের ধরণ অনুযায়ী অনুসন্ধান:
প্রেজেন্টেশন দেয়ার জন্য তথ্য দরকার সাথে এমএস পাওয়ার পয়েন্টের .ppt ফরমাটও দরকার। এখন কি করা যায়?
.
সমাধান:
অসংখ্য বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি ফ্রি/প্রিমিয়াম টেম্পলেট ইন্টারনেটে পাওয়া যায়। শুধু খুজে বের করা জানতে হবে। শুধু প্রেজেন্টেশনের টপিক দিয়ে দিয়ে সার্চ দিলেই এটি পাওয়া যাবে না।
.
এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে। তা হলো যে বিষয়ে খুজছেন তা লিখে .ppt দিন। এভাবে যেকোন ফাইলের এক্সটেনশন যেমন .pdf, .jpg, .gif .png .jpg .doc ইত্যাদি দিয়ে সহজেই কাঙ্খিত ফাইলটি খুজে পাওয়া যায়।
যেমন:
To kill a mocking bird - Harper Lee.pdf অবশ্য এখানে (.) ব্যবহার না করলেও ফলাফল আসবে।
.
৮.রিমাইন্ডার/টাইমার/অ্যালার্ম:
কম্পিউটারে কাজ করতে করতে হয়ত টেরই পান না কখন নাস্তার সময় পার হয়ে গেছে। গুগল টাইমার সেট করে রাখতে পারেন। কিভাবে?
.
সমাধান: “Set Timer For” লিখে সার্চ দিন। গুগল টাইমার আসবে। এবার এখানে ঘন্টা, মিনিট দিয়ে দিন। নির্দিষ্ট সময়ে গুগল বিপ শব্দ করে আপনাকে মনে করিয়ে দিবে যে আপনার নাস্তার সময় হয়ে গেছে।
যেমন: set timer for 5 minutes
.
৯. গুগলে অংক বা হিসাবের কাজ:
হিসাব-নিকাশ বা অংকে খুব কাঁচা! সাধারণ কোন যোগ, বিয়োগ বা গুণ করত গেলেও ক্যালকুলেটর লাগে!
.
সমাধান:
সাধারণ হিসাব-নিকাশ থেকে শুরু করে জটিল অংকের কাজও করা যায় গুগলে। সেখানে ক্যালকুলেটরও পাবেন। যেমন যদি লিখে দেন 3*500=
উত্তর পেয়ে যাবেন ক্যালকুলেটর সহ 20% of 200 , square root of 200
.
১০.Convert-Currency:
আপনি হয়ত থাইল্যাণ্ড ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু থাইল্যাণ্ডের মুদ্রা থাই বাথ সম্পর্কে আপনার কোন ধারনা নাই।
.
সমাধান:
মুদ্রা রুপান্তর বা ক্যারেন্সি কনভার্সনের কাজও করা যায় গুগলে। এর জন্য কোন সাইটে যেতে হবে না। সার্চ বক্সেই লিখে দিন “dollar to to baht”. ব্যস, কনভার্টার চলে আসবে।
যেমন: taka to thai বাহত
.
অথবা গুগলে গিয়ে লিখতে পারেন "Currency Converter" তারপর কনভার্টার চলে আসলে ওখান থেকে আপনি কারেন্সি সিলেক্ট করে এমাউন্ট বসিয়ে কনভার্ট করে নিতে পারেন।
.
১১. Unit বা একক রূপান্তর:
এক মাইলে কত কিলোমিটার, ১টনে কত কেজি, এরকম দৈর্ঘ্য, উচ্চতা, ওজন ইত্যাদি সবকিছুই রূপান্তর করতে পারবেন গুগলে।
.
যেমন: pound to kg , miles to km ইত্যাদি।
.
অথবা গুগলে গিয়ে লিখতে পারেন "Unit Converter" তারপর ইউনিট কনভার্টার চলে আসলে ওখান থেকে আপনি ইউনিট সিলেক্ট করে সংখ্যা বসিয়ে কনভার্ট করে নিতে পারেন।
.
১২. Fill In The Blanks শুণ্যস্থানে কি বসবে জানতে চান?
"The brown _____ jumps over _____ lazy dog"
.
You can’t remember what either of those two blanks are, just use upper lines trick buddy.
.
১৩.পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান:
নির্দিষ্ট মাপের ছবি, সাদাকালো ছবি, ভেক্টর, হাতের আকা ছবি ইত্যাদি খুজে পেতে হলে যা করবেন।
.
যেমন:
flower লিখে সার্চ দিলে সার্চ বক্সের নিচে
All | Videos | Images | Maps | News | More | Search tools ইত্যাদি আসবে।
Images এ ক্লিক করুন, এখন Search tools ক্লিক করুন এবার ইচ্ছেমত ইমেজ এর Size, Color, Type, Time সহ আরও কিছু অপশন পাবেন।
.
১৪. কোনো কিছু কিভাবে করতে হয়:
কোনো কাজ কিভাবে করতে হয় জানেন না? কোনো কিছু কিভাবে সেট করতে হয়, কিংবা বানাতে হয়, কিংবা রান্না করতে হয় জানতে চান?
.
Examples of searching keywords:
How to ___ আপনার কাংখিত প্রশ্ন.
Ex:
How to make a website
How to repair a phone
How to cook chicken
.
১৫. গুগলে মজা করতে চান?
টিপ: Make Google Flip Out বন্ধুদের চমকে দেওয়ার জন্য এটি দারুন একটা জিনিস। শুধু লিখুন “do a barrel roll”. বাকিটা আর লিখলাম না, ছবিও দিলাম না। নিজে পরিক্ষা করে দেখুন গুগল পেজে কি হয়।
.
১৬. আরো মজা করতে চান?
কিংবা গেম খেলতে চান “উল্টো গুগলে” যান। “উল্টো গুগল” সেটা আবার কি? google উল্টালে elgoog হয় http://elgoog.im এরপর গোল গোল বাটনগুলো এক এক করে টেস্ট করুন। দেখুন কেমন লাগে !
.
আমার যা যা মাথায় আসছে সময় বাচিয়ে লিখেছি, এছাড়াও কোনো ছবিতে কিছু লেখা থাকলে সেটার অনুবাদ, ছবি দিয়ে প্রাসঙ্গিক ছবি খুজে বের করা, মোবাইল নাম্বার সার্চ করা ইত্যাদি নানা রকম সার্চ করা যাবে। গুগল সার্চ সম্পর্কে যদি আরও কিছু শিখতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফোন/পিসির ব্রাউজার লঞ্চ করুন এবারে এড্রেস বার এ অথবা সার্চ বারে "How to search on google" লিখে সার্চ করুন ব্যস আরও এডভান্সড টিপস পেয়ে যাবেন।
.
ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন, যতটুকু পারি সহজে লেখার চেষ্টা করেছি।
I sincerely thank everyone for reading the #GoogleSearchTips. Happy learning with DSB.
Monday, October 22, 2018
#GoogleSearchTips
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment