অনেক দিন পরে ফিরে অাসলাম।
যেকোনো প্রসেস ইন্ডাস্ট্রি(Process
Industry) অটোমেশানের জন্য পরিচিত তিনটি
টেকনোলোজি-
১. PLC (Programmable Logic Controller)
২. DCS (Distributed Control System)
৩. SCADA (Supervisory Control And Data
Acquisition)
এদের মধ্যে ব্যবহারগত দিক থেকে পার্থক্য
হলো—
PLC হচ্ছে DCS এবং SCADA সিস্টেমের বেসিক
বিল্ডিং ব্লক; DCS ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রি বা প্লান্টের
অভ্যন্তরীণ অটোমেশানে এবং ব্যবহৃত হয়
ইন্ড্রাস্ট্রি বা প্লান্টের বাহ্যিক অটোমেশান এবং
নিয়ন্ত্রণে। এককথায় SCADA ব্যবহৃত হয় বিশাল/
দূরবর্তী এলাকা জুড়ে অবস্থিত সিস্টেম
নিয়ন্ত্রণে এবং DCS ব্যবহৃত হয় একটি প্লান্ট বা একটি
কারখানার নিয়ন্ত্রণে। যেমনঃ জাতীয় বিদ্যুৎ গ্রীড
কন্ট্রোলিং এবং মনিটরিং এর জন্য ব্যবহৃত হবে
SCADA সিস্টেম, অপরদিকে যেকোনো পাওয়ার
প্লান্ট মনিটরিনং এবং কন্ট্রোলিং এর জন্য ব্যবহৃত
হবে DCS সিস্টেম। এছাড়া গঠন ও কাজের ধরণ
(Functionality)’র দিক থেকে আরো অনেক
পার্থক্য বিদ্যমান।
Monday, October 8, 2018
controlling program
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment