Saturday, October 27, 2018

করোনা

#করোনা নিয়ে কিছু গুরুপ্তপূর্ণ প্রশ্নোত্তর- এবং আলোচনা:

১. করোনা কি?
#যে ঘটনার কারনে ট্রান্সমিশন লাইনে হিস হিস শব্দ, ওজোন গ্যাস এবং বেগুনি আলোকরশ্মি তৈরি হয় তাকে করোনা বলে।

“যখন দুটি কন্ডাক্টরের স্পেসিং ব্যাসের তুলনায় বেশি রেখে তাদের আড়াআড়িতে এসি ভোল্টেজ প্রয়োগ করে , ধীরে ধীরে বাড়ানো হয়, তখন বিশেষ অবস্থাতে কন্ডাক্টরের চারপাশের বাতাস আয়নিত হয়, এবং বাতাসের ইনসুলেশন স্ট্রেস ভেংগে যায়। এমতাবস্থায় কন্ডাক্টরের চারপাশে হালকা বেগুনি রশ্মি দেখা যায়, এবং ওজোন গ্যাসের সৃষ্টি হয়, এই ঘটনাই করোনা নামে পরিচিত।“

২. করোনা ট্রান্সমিশন লাইনে কি ধরনের ভোল্টেজ ড্রপ তৈরি করে?
#নন সাইনোসুইডাল ভোল্টেজ ড্রপ।

৩. করোনার কারনে সৃষ্ট ওজোন গ্যাস কি ক্ষতি করে?
#সুইচ গিয়ার, অন্যান্য যন্ত্রাংশ ক্ষয় করে এবং এগুলোতে অক্সাইডের আবরন তৈরি করে।

৪. ট্রান্সমিশন লাইনের মধ্যবর্তী দুরত্বের উপর করোনার প্রভাব কি?
#দুটো ট্রান্সমিশন লাইনের মধ্যবর্তী দুরত্ব বাড়ালে করোনা কমবে এবং দুরত্ব কমালে করোনা বাড়বে।

৫. কন্ডাক্টরের সাইজ বাড়ালে করোনা ইফেক্ট কমে কেনো?
#কন্ডাক্টরের সাইজ বাড়ালে লাইনের ভোল্টেজ বাড়ে, ফলে করোনার ইফেক্ট কমে যায়।

৬. করোনা ইফেক্টের ফলে কোন ধরনের কন্ডাক্টরে বেশি পরিমান বেগুনি আলো দেখা যায়?
#যেসব কন্ডাক্টর খসখসে, অমসৃন, ময়লাযুক্ত সেগুলোতে বেশি বেগুনি আলো দেখা যায়

৭. কোন জিনিসগুলো করোনা ঘটার ক্ষেত্রে প্রভাব ফেলে?
#আবহাওয়া, কন্ডাক্টরের সাইজ, কন্ডাক্টরদের মধ্যবর্তী দুরত্ব, লাইন ভোল্টেজ

৮. সুইচ গিয়ারের সেফটি ভালব হিসেবে কোনটি কাজ করে?
#করোনা ইফেক্ট

৯. করোনা পাওয়ার লস কি?
#করোনা ঘটার ফলে ইলেকট্রিক্যাল এনার্জির যে ক্ষতিটা হয় সেটাই করোনা পাওয়ার লস।

১০. ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষার ঝড় এবং কুয়াশার সময় করোনা ইফেক্ট বেশি ঘটে কেনো?
#কারন বাতাসের কণাগুলো তখন আয়নিত অবস্থায় থাকে সেজন্য।

১১. করোনা ইফেক্ট কমানোর জন্য কোন টাইপের কন্ডাকটর ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত হয়?
#ACSR কন্ডাকটর, এর ব্যাস বেশি তাই সাইজে বড়।

***করোনার ইফেক্ট বা প্রভাবঃ
১। হিমিং বা জিম জিম শব্দ সৃষ্টি করে
২। কন্ডাক্টরের চার পাশে বেগুনি আভা দেখা যায়
৩। ওজন গ্যাসের সৃষ্টি
৪। হারমনিক্স কারেন্টের সৃষ্টি হয়
৫। পাওয়ার লস হয়

***করোনার সুবিধা-অসুবিধা কি কি ?

সুবিধাঃ
১। সার্জ ভোল্টেজ এর ফলে সৃষ্ট ট্রানজিয়েন্ট ইফেক্টকে সীমিত রাখে বলে একে সুইস গিয়ারের Safety bulb হিসাবে ব্যাবহার হয় ।
২। করোনার কারনে পরিবাহিদ্বয়ের মাঝে ইলেক্ট্রোস্ট্যাটিক স্ট্রেস এর মান হ্রাস পায়, কারন এসময় পরিবাহীর চারপাশে বাতাস পরিবাহী হিসাবে কাজ করে ও পরিবাহীর virtual ব্যাস বৃদ্ধি পায় ।

অসুবিধাঃ
১। পাওয়ার লস হয়
২। ওজন গ্যাসের সৃষ্টি হয়
৩। পরিবাহী ক্ষয়প্রাপ্ত হয়
৪। হারমনিক্স এর সৃষ্টি হয়
৫। নিকটবর্তী কমিউনিকেশন লাইনে বিঘ্ন ঘটে
৬। দক্ষতা হ্রাস পায়

No comments:

Post a Comment